মোবাইলে ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম | 2023
প্রিয় পাঠক বিন্দুরা, ছোট থেকে বড় সব বয়সি লোকেরা অবগত আছে ফেসবুকের ব্যাপারে। ফেসবুক হলো বর্তমান সময়ের পৃথিবীর সবচেয়ে বড় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এই ফেসবুকে প্রচুর পরিমান ভিডিও দেওয়া আছে। দুঃখ -সুখ হাসি – আনন্দের সকল ধরনের ভিডিও আছে। তাই আজকের আর্টিকেলটি হলো, ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম সম্পর্কে।
বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ দেশের লোকজন ফেসবুক এর ভিডিও দেখে থাকে। ফেসবুক এমন একটি প্লাটফর্ম, সেইখানে সকল ধরনের ভিডিও আছে। হয়তো কারো একটি গান বা ভিডিও ভালো লাগলো। কিন্তু সেই ডাউনলোড করতে চায়, পারে না। চিন্তার কোনো কারণ নেই, এখন ফেসবুক ভিডিও ডাউনলোড করা খুব সহজ। আজ আমার আর্টিকেলে বুঝিয়ে দিবো, কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করা যায়।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম
সবাইর প্রিয় ফেসবুক প্লাটফর্ম এতো টাই জনপ্রিয়, তা লিখা বুঝানো অসম্ভব। মানুষ একটু ফ্রী সময় পাইলে, ফেসবুকে ডুকে যায়, বিভিন্ন নাচ গান ভিডিও দেখার জন্য।
আর সে কারনে আজকের দিনে প্রায় বিলিয়ন বিলিয়ন ইউজার আছেন। অনেকে যোগাযোগ মাধ্যম ছাড়া ও ফেসবুকের ভিডিও দেখার জন্য এই প্লাটফর্ম কে ব্যবহার করে থাকে।
ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম কানুন
বিশেষ করে বর্তমান সময়, ছোট ছোট কম বয়সি ছেলে মেয়েরা ফেসবুকের আসক্ত। মোবাইল হাতে নিয়ে ফেসবুকের বিভিন্ন ধরনের কার্টন দেখে।
কিন্তুু দুঃখের বিষয় হলো। আমরা সবাই ফেসবুকের এই প্লাটফর্ম বিনামূল্যে ভিডিও দেখতে পারলেও। এখান থেকে আমরা আমাদের পছন্দের ভিডিও গুলো কে Download করতে পারিনা। কিন্তু বর্তমান সময় ফেসবুক ভিডিও ডাউনলোড করা খুব সহজ। তাহলে জেনে নিন ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম।
ফেসবুক ভিডিও ডাউনলোড করার পদ্ধতি
সাধারণত আমরা যখন ফেসবুক ভিডিও দেখি। তখন ভিডিও পছন্দের হলে সেব করার অপশন রয়েছে। কিন্তু ডাউনলোড করার কোনো অপশন দেখতে পাবেন না। চিন্তার কারণ নেই, আপনারা চাইলে খুব সহজে ফেসবুক ভিডিও save করে রাখতে পারবেন।
দুঃখের বিষয় হলো, এই save করা গান গুলো, শুধু ঐ ফেসবুকের মধ্যে জমা হয়ে থাকে। ফেসবুক থেকে বের হয়ে গেলে, আর গান বা আপনার পছন্দের ভিডিও চলবে না। আর গান বা ভিডিও চালাতে হলে, ডাটা বা ইন্টারনেট কানেকশন চালু রাখতে হবে।
যাই হোক আপনি যদি, আপনার মেমোরিতে বা গ্যালারিতে ভিডিও গান একেবারের জন্য ডাউনলোড করতে চান। তাহলে আর্টিকেলটি পুরো পড়ুন। আমি ১০০% শিউর দিতেছি,আপনার পছন্দের গান বা ভিডিও খুব সহজে মেমোরি কার্ডে ডাউনলোড করতে পারবেন। তাহলে জেনে ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম ।
Facebook ভিডিও ডাউনলোড করার নিয়ম
ভিডিও ডাউনলোড করতে হলে, আপনার মোবাইলে কিছু অ্যাপস ইন্সটল করতে হবে। ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য, অনেক ধরনের অ্যাপস রয়েছে। আপনি যে কোনো একটি অ্যাপস গুগুল বা ক্রমবাউজার থেকে ইন্সটল করে, ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন।
ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম জানার আগে। আমরা আগে কিছু ডাউনলোড করা অ্যাপসের সাথে পরিচয় হয়ে নি। তাহলে ফেসবুক ভিডিও ডাউনলোড করার অ্যাপস সম্পর্কে জেনে নিন।
ফেসবুক থেকে ডাউনলোড করার সফটওয়্যার
তোমার হাতে থাকা স্মার্ট ফোনে গুগল বা ক্রম ভাউহার গিয়ে সার্চ বক্সে লিখুন। videoder, All video Downloader, download video, vidmatе apps, Snaptube apps,। এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাপস ইন্সটল করুন।
ইন্সটল করে আপনি দুই ভাবে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।
১. শুধু ইন্সটল করে, জিমেইল দিয়ে লগইন করলে চলবে।
২. অ্যাপস ইন্সটল করার পর, অ্যাপস লগইন করে নিন, আপনার জিমেইল দিয়ে। এরপর ঐ অ্যাপসের ভিতোরে ফেসবুক দেওয়া আছে, দেখা যাবে। আপনি চাইলে সেইখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন।
আরো পড়ুনঃ
ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম
ফেসবুকে পাসওয়ার্ড রিসেট করার নিয়ম
ফেসবুক আইডি ডিলেট করার নিয়ম
videoder অ্যাপস দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড
১ম ধাপঃ
মোবাইলের ডাটা চালু করুন। তারপর গুগুল বা ক্রম ভাউজার সার্চ বক্সে videoder লিখে সার্চ করুন। অ্যাপসটি আসলে ডাউনলোড করে, ইন্সটল করে নিন
২য় ধাপঃ
ইন্সটল করার পর, অ্যাপসটি ওপেন করুন। আপনার জিমেইল চাইবে, জিমেইল দিয়ে লগইন করুন শেষ।
৩য় ধাপঃ
যাই হোক এখন আপনি ফেসবুকে প্রবেশ করুন। আপনার পছন্দের গান বাঁচাই করুন। আপনার পছন্দের গান বা ভিডিও এর পাশে লেখা আছে, copy। কপি অপশনে ক্লিক করলে, লিংকটি কপি ও হবে, এমনকি আপনাকে ডাউনলোড করার জন্য অপশন দেখাবে।
এমনকি আপনি চাইলে Share অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। শেয়ার অপশনে ক্লিক করুন।
স্কিনসোট ছবিতে দেখানো আছে, এই রকম আপনার সকল অ্যাপস দেখাবে। আপনি একটু আগে যে videoder অ্যাপসটি ডাউনলোড করছেন। সেই অ্যাপসে ক্লিক করুন।
মোবাইলে ফেসবুক ভিডিও ডাউনলোড
ধাপ ৪র্থঃ
এখন আপনি ডাউনলোড করার জন্য, স্কিনসোট ছবি দেওয়া আছে, এই রকম দেখতে পাবেন। আপনি চাইলে আপনার পছন্দের গান অডিও বা ভিডিও ডাউনলোড করতে পারবেন। ভালো করে দেখেন অডিও কনভার্ট দেওয়া আছ, এমনকি ভিডিও কনভার্ট ও দেওয়া আছে।
আপনি চাইলে 3G, HD ভিডিও ডাউনলোড করতে পারবেন। ভালো করে দেখে নিন, অনেক গুলো অপশন রয়েছে, ডাউনলোড করার জন্য। আপনার ইচ্ছে মতো যে কোনো একটি অপশনে ক্লিক করুন। ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে
vidmate দিয়ে মোবাইলে ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম
ক্রম বাউজার বা গুগুল গিয়ে সার্চ বক্সে vidmate লিখে সার্চ করলে, vidmate নামে অনেক অ্যাপস দেখতে পাবেন। vidmate apps ইন্সটল করুন।
উপরের যে ভাবে videoder অ্যাপস দিয়ে ডাউনলোড করার নিয়ম দেখালাম। সেম একই ভাবে vidmate দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন।
snaptube দিয়ে ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম
গুগুল বা ক্রমবাউজারে গিয়ে snaptube অ্যাপসটি ইন্সটল করুন। তারপর অ্যাপসটি ওপেন করুন।
ওপেন করার পর জিমেইল দিয়ে লগইন করুন। তারপর উপরের নিয়ম অনুযায়ী Facebook video download করুন। আশা করি ১০০ % ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে জমা হবে।
সর্বশেষ কথাঃ
আশা করি বুঝাতে পারলাম, কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোড করতে হয়। আমার আর্টিকেল অনুযায়ী আপনি কনটিনিউ করতে থাকুন। আপনি শিউর ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজে।
তাহলে আশা করি বুঝাতে পারলাম, ফেসবুক ভিডিও ডাউনলোড করার নিয়ম । এই রকম বিভিন্ন টিপস পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।বাংলা ব্লগার ডট ইনফো। এমনকি আমাদের ওয়েবসাইটের পেইজে লাইক করে সংযুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।