উপায় একাউন্ট খোলার নিয়ম ( ২০২২)
ইউসিবি ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং জনসেবা হচ্ছে উপায়। উপায়ের মাধ্যমে আপনি খুব সহজে টাকা লেনদেন করতে পারবেন। উপায় একাউন্ট থেকে আপনি খুব সহজে ক্যাশ আউট, সেন্ট মানি করতে পারবেন। বিকাশ, রকেট, নগদ একাউন্টের মতোই হচ্ছে উপায় একাউন্ট। তাই উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আজ লিখলাম।
বর্তমানে মানুষ মানুষের মাঝে বিশ্বাস এবং আস্থা হারিয়ে পেলছে, টাকার কারনে। তাই অনন্য ব্যাংকিং এর মতোই উপায় একাউন্ট দিচ্ছে, আপনার টাকার নিরাপত্তা। দেশের সব জায়গা থেকেই আপনি উপায়ের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
উপায় একাউন্ট খোলার নিয়ম/ How to create Upay account
যত দিন যাচ্ছে ততই প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আগে মানুষ টাকা লেনদেন করার জন্য বিভিন্ন ব্যাংকে সারি বদ্ধ ভাবে দাড়িয়ে থাকতে হতো। কত কষ্ট হইতো টাকা লেনদেনর জন্য। এখন প্রযুক্তির উন্নতির উদ্বাবন গটছে প্রতিদিনই। এখন আপনি চাইলে ঘরে বসে টাকা লেনদেন করতে পারেন, উপায় একাউন্টের মাধ্যমে।
অনন্য মোবাইল ব্যাংকিং এর মতোই আপনি উপায় একাউন্ট দিয়ে অনেক কিছু করতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই। নতুন সব ব্লক চেইন নিরাপত্তা ফিচার যুক্ত করে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মোবাইল ব্যাংকিং সার্ভিস দিচ্ছে উপায়।
প্রিয় পাঠক গন আজ আমি উপায় একাউন্ট খোলার নিয়ম এবং উপায়ের সম্পর্কে বিস্তারিত লিখবো। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। উপায় একাউন্টের প্রতিদিন জনপ্রিয়তা বাড়ছে। প্রতিদিন হাজার হাজার উপায় একাউন্ট খোলা হচ্ছে। আর উপায় একাউন্ট ব্যবহার করে সবাই সুবিধা ও পাচ্ছে।
উপায় একাউন্ট খোলার নিয়ম
বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং সেবার গুরুত্ব দিনে দিনে বেড়েই চলেছে। মানুষ ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা লেনদেন করতে পারছে, কোনো ঝামেলা ছাড়া।
উন্নত দেশগুলোতে মোবাইল ব্যাংকিং সেবার জনপ্রিয়তা বেশি তার মধ্যে বাংলাদেশ একটি। বর্তমানে যে অবস্থা দেখতে পাচ্ছেন তাতে সামনের দিনগুলিতে মোবাইল ব্যাংকিং সেবার ব্যবহার আরো বৃদ্ধি পাবে। আরো নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়তে থাকবে।
তাহলে চলুন উপায় সম্পর্কে জানুন। উপায় একাউন্ট খুলুন। উপায় থেকে সুযোগ সুবিধা গুলো লুপিয়ে নেন। তাহলে শুরু করা যাক, উপায় একাউন্ট খোলার নিয়ম।
উপায় একাউন্ট খোলার নিয়ম/ উপায় কি?
প্রিয় পাঠক গন আশা করি উপায় সম্পর্কে কিছু হলে ও বুঝেছেন। উপায় হচ্ছে UCB (ইউসিবি) ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা। অনন্য মোবাইল ব্যাংকিং এর মতোই আপনি চাইলে উপায় একাউন্টের মাধ্যমে সব কিছু করতে পারবেন।
বিকাশ, রকেট, নগদ একাউন্টর মতোই হচ্ছে উপায়। উপায়ের একাউন্টের বিভিন্ন কার্যবলি অনুযায়ী বুঝে যাচ্ছে। ভবিষ্যৎতে উপায় একাউন্ট অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকবে, যা অনন্য মোবাইল ব্যাংকিং এখনো দেয় নাই। উপায় একাউন্ট থেকে এমন কিছু আশা করা যাচ্ছে। তাই তাড়াতাড়ি উপায় একাউন্ট খোলার নিয়ম কানুন জানুন। আর আর উপায় একাউন্ট ব্যবহার করুন।
উপায় অ্যাপ ডাউনলোড / Upay Apps download
আপনি চাইলে খুব সহজে উপায় অ্যাপ ডাউনলোড করতে পারবেন। প্রথমে আপনি আপনার মোবাইল প্লে স্টোরিতে যাবেন। তারপর সার্য বক্সে Upay অথবা বাংলায় লিখবে উপায়। তাহলে আপনার চোখের সামনে চলে আসবে উপায় অ্যাপস। আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন।
উপায় অ্যাপস ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন। Upay Apps Download উপায় অ্যাপস ডাউনলোড।
উপায় একাউন্ট খোলার পদ্ধতি
আপনি ঘরে বসেই নিজে নিজে উপায় একাউন্ট খুলতে পারবেন। অনন্য মোবাইল ব্যাংকিং একাউন্টের মতোই, উপায় একাউন্ট খোলা সহজ। প্রথমে আপনি প্লে স্টোর থেকে উপায় অ্যাপস ডাউনলোড করবেন। উপায় অ্যাপ ইনস্টল হওয়ার পর, আপনি কয়েকটি ধাপ কন্টিনিউ করতে থাকবেন। আশা করি আপনি একাউন্ট খুলতে পারবেন। ধাপ গুলো হলো।
১ম ধাপঃ উপায় অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে, উপায় অ্যাপসটি ওপেন করুন। তারপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
তারপর যেই নম্বরে উপায় একাউন্ট খুলতে চান, সেই নম্বরটি খালি ঘরে লিখুন। নিচের থেকে আপনার নম্বরটি কোন অপারেটরের সেটি সিলেক্ট করুন। তারপর Verify Number এ ক্লিক করুন। এলো পারমিশন চাইলে Allow করে দিন।
২য় ধাপঃ ভেরিফাই মোবাইল নাম্বার অপশনে ক্লিক করার পর, আপনার মোবাইল নাম্বারে একটি (OTP code)ওটিপি কোড আসবে। একটু অপেক্ষা করলে নিজে নিজেই ওটিপি ভেরিফাই হবে। আর না হলে আপনি ম্যাসেজ বক্স থেকে কোডটি নিয়ে বসিয়ে দিবেন।
৩য় ধাপঃ এই ধাপে আপনার NID কার্ডের উপরের ও নিচের অংশের ছবি তুলুন। সুন্দর আলোতে NID কার্ড রেখে ছবি তুলুন। এরপর Done এ ক্লিক করুন। তাহলে Upay app আপনার আইডির সকল তথ্য অটোমেটিক স্ক্যান করে নিবে।
উপায় একাউন্ট খোলার সহজ নিয়ম/ Upay account create
৪র্থ ধাপঃ এরপর আইডেন্টিটি নিশ্চিত হওয়ার জন্য, আপনার ছবি তুলতে হবে। সেলফি স্টাইলে আপনার ছবি তুলুন। সুন্দর বা আলোকিত স্থানে ছবি তুলুন।
ছবি তোলার পর ভেরিফাই সম্পন্ন হলে আপনার পেশা নির্বাচন করুন। জেন্ডার নির্বাচন করুন ( পরুস/ মহিলা)। এর আপনার Email (ইমেইল) এড্রেস থাকলে দিতে পারেন। আর না দিলেও কোন সমস্যা নাই।
৫ম ধাপঃ তারপর Next বাটনে ক্লিক করুন। আপনার এনআইডি কার্ডের তথ্য গুলি পড়ে দেখতে পারেন। কোথাও ভুল থাকলে এডিট করতে পারবেন।
আপনার বর্তমান এড্রেসটি সুন্দর করে টিক বা পূরণ করুন। একইসাথে Terms & conditions এ টিক দিয়ে confirm করুন।
তারপর আপনার নতুন উপায় একাউন্টের জন্য ৪ ডিজিটের strong (শক্তিশালী) পিন কোড সেট করুন। ২য় বক্সেও একই পিন লিখে কনফার্ম করুন।
মনে রাখবেন এলোমেলো সংখ্যার পিন কোড ব্যাবহার করলে ভালো হবে আপনার জন্য।
৬ষ্ঠ ধাপঃ পিন সেট করার পর আপনি উপায় একাউন্ট খোলার জন্য একটি কনফার্মেশন এসএমএস পাবেন। সেখানে নিচে থাকা get started লেখায় ক্লিক করুন। হয়ে গেলো আপনার একাউন্ট।
এখন আপনার নাম্বার এবং পিন কোড দিয়ে লগইন করে শুরু করুন। উপায়ের সুযোগ সুবিধা। সহজে লেনদেন করতে থাকুন।
উপায় মোবাইল ব্যাংকিং কোড
অনন্য মোবাইল ব্যাংকিং একাউন্টের মতোই। উপায় একাউন্টের ইউএসএসডি কোড রয়েছে। UCB Upay Ussd Code হচ্চে *268# । উপায় একাউন্টের ইউএসএসডি কোড অন্যদের মতোই ৩ সংখ্যার। এই কোডটি ডায়েল করেই আপনি উপায় একাউন্টের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
আর উপায় অ্যাপস ডাউনলোড করলে তো আরো ভালো হবে। আপনি খুব সহজে উপায় অ্যাপসের মাধ্যমে, সকল সুযোগ সুবিধা কোনো কারণ ছাড়াই ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুনঃ
বিকাশ একাউন্ট খোলার নিয়ম
রকেট একাউন্ট খোলার নিয়ম
উপায় একাউন্টের সুবিধা
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং হচ্ছে বিকাশ, নগদ এই একাউন্ট গুলো আপনাকে যত সুযোগ সুবিধা দিচ্ছে। সেম একই রকম ভাবে আপনি উপায় ব্যাংকিং একাউন্টের মাধ্যমে সকল সুযোগ সুবিধা পাবেন। আশা করা যায় উপায় একাউন্ট খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করবে।
উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট থেকে আপনি অনেক সুবিধা পাবেন। উপায় এজেন্ট একাউন্ট খুলে ও সহজে ব্যবসা করতে পারবেন। নিচে কিছু কমন সুবিধার কথা উল্লেখ করলাম। যেমন
মোবাইল রিচার্জ
Mb প্যাকেজ
সেন্ড মানি
ক্যাশ আউট
পে বিল
ডিস বিল
বিভিন্ন শপিং এর পেমেন্ট
এই রকম আরো অনেক অনেক উপকারী সুযোগ সুবিধা রয়েছে উপায়ে।
আরো পড়তে পারেনঃ
উপায় একাউন্ট চেক কোড/ Upay balance cheek code
আপনি চাইলে যখন তখন *268# ডায়েল করে balance টাকা চেক করতে পারবেন। এই কোডটি ডায়েল করে বিভিন্ন অপশন সম্পর্কে জানতে পারবেন। খুব তাড়াতাড়ি মোবাইল রিচার্য করতে পারবেন।
উপায় একাউন্ট খোলার পর ৫০ টাকা বোনাস
উপায় একাউন্ট রেজিষ্ট্রেশন করার পরেই, আপনি instant (এখনি) পাবেন ২৫ টাকা। আর বাকি ২৫ টাকা পাবেন Cash out, Send mony বা Add Money করলে। যে কোনো বিষয় লেনদেন করলে পাবেন।
প্রথমে যে ২৫ টাকা আপনি পেয়েছেন, তা মোবাইলে রিচার্জ করে নিতে পারেন। আর না হয় রেখে দিতে পারেন, আপনার ইচ্ছে।
সর্বশেষ কথা
আশাকরি বুঝতে পারছেন কিভাবে একটি উপায় একাউন্ট খুলতে হয়। যদি আমার আর্টিকেলটি ভালো লাগে, তাহলে অবশ্যই কমমেন্ড করে জানাবেন। উপায়ের আরো বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা হাজির হবো। আমাদের সাইটে ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।