এসএসসি এবং দাখিল ২০২০ পরিক্ষার ফলাফল আগামী ৩১ মে,এবং কখন কিভাবে নিবেন জেনে নিন
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরিক্ষার ফল আগামী ৩১ শে মে প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
৩১ তারিখ সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই ফলাফল প্রকাশ করবেন।
এসএসসি ও দাখিল পরিক্ষা শেষ হওয়ার ২ মাসের মাথায় ফল প্রকাশের রীতি থাকলেও এ বছর করোনা ভাইরাসের সংক্রমণের কারনে ফলাফল প্রকাশ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা কিন্তু সব জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে আগামী ৩১ মে প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি ও দাখিল পরিক্ষার ফলাফল।
এ বছর এসএসসি ও দাখিল পরিক্ষার ফলাফল সম্পুর্নভাবে অনলাইনে প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মুঠোফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে। বিগত বছরে ফলাফলের কপি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হলেও করোনা ভাইরাসের কারনে এই বছর তা হবে না। শিক্ষার্থীরা ঘরে বসেই ফলাফল পাবে। তারজন্য শিক্ষার্থীদের তাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
২০২০ সালের এসএসসি পরিক্ষা শুরু হয়েছিল গত ফেব্রুয়ারী মাসের ৩ তারিখ এবং তা শেষ হয়েছিল মার্চ মাসের ৫ তারিখে।
এ বছর পরিক্ষায় অংশগ্রহণ করেছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী।
এসএসসি ও দাখিল পরিক্ষার ফলাফল জানতে প্রি- রেজিষ্ট্রেশনের প্রক্রিয়া নিম্নরুপঃ
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন পরিক্ষার নাম যেমনঃ SSC/DAKHIL স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর যেমনঃ COMILLA বোর্ডের ক্ষেত্রে COM স্পেস দিয়ে এসএসসি ও দাখিল পরিক্ষার রোল নাম্বার স্পেস ২০২০ লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।
উদাহরনঃ SSC <> COM <> ROLL NUMBER<> 2020 send it 16222.
এস এস সি এবং দাখিল পরিক্ষার ফলাফল জানতে আমাদের ওয়েবসাইট ক্লিক করুন বাংলা ব্লগার ডট ইনফো আশা করি অনেক ভালো লাগবে আপনার।
I loved as much as you will receive carried out right here.
The sketch is tasteful, your authored material stylish.
nonetheless, you command get bought an edginess over that you wish
be delivering the following. unwell unquestionably come more formerly again as exactly the same nearly
very often inside case you shield this hike.
My web-site Buy CBD