কলেজ(একাদশ শ্রেণি) ভর্তি নিয়ে শিক্ষার্থীদের উদ্ধিগ্ন না হওয়ার পরামর্শ।
২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজ (একাদশ শ্রেনিতে) ভর্তি নিয়ে শিক্ষার্থীদের উদ্ধিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, যারা এসএসসি পরিক্ষায় উত্তীর্ন হয়েছে, তাদেরকে অভিনন্দন তারা যেন কলেজ ভর্তি নিয়ে উদ্ধিগ্ন না হয়।
সাধারণত এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই একাদশ শ্রেনিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবং অনলাইনে আবেদন শুরু হয়ে যায়।
কিন্তু চলতি বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে একাদশ শ্রেনিতে ভর্তি কার্যক্রম এখনো শুরু করা সম্ভব হয় নি।
এই ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই একাদশ শ্রেনিতে ভর্তি কার্যক্রম শুরু করা হবে। এই জন্য করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বা স্বাস্থ্যঝুঁকি বিহীন হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
কেননা, একাদশ শ্রেনিতে ভর্তি আবেদন যদিও অনলাইনে হয়ে থাকে তারপরও অধিকাংশ শিক্ষার্থী বিভিন্ন দোকান থেকে আবেদন করে থাকে। এবং বিভিন্ন কাজে তাদেরকে ঘর থেকে বাহির হতে হয়। অতএব, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছর এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ৩১ শে মে। এই বছর ৯ টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। যাদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
একাদশ শ্রেনিতে ভর্তির ব্যাপারে প্রাথমিক কাজগুলো সম্পুর্ণ করে রেখেছে ঢাকা বোর্ড। ঢাকা শিক্ষাবোর্ডের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সহায়তায় একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়।
ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, তারা একাদশ শ্রেনিতে ভর্তি কার্যক্রমের প্রাথমিক কাজ এসএসসি পরিক্ষার শেষে সম্পুর্ণ করে রেখেছিল।
যাতে ফলাফল প্রকাশের পর ১০ ই মে থেকে অনলাইনে আবেদন শুরু করা যায় এবং জুলাই মাসের ১ তারিখ থেকে ক্লাস শুরু করা যায়। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারনে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যায়।
আবেদনের প্রক্রিয়া
এই বছর এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া হবে না। শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন প্রক্রিয়া সম্পুর্ণ হবে। একজন শিক্ষার্থী কমপক্ষে ৫ টি এবং সর্বোচ্চ ১০ টি কলেজ পচন্দক্রম হিসেবে দিতে পারবে।
এসএসসি বা সমমানের ফলাফলের উপর ভিত্তি করেই কলেজ নির্বাচন করা হবে। একাদশ শ্রেনিতে ভর্তি বিষয়ক সকল নিয়ম-কানুন একাদশ শ্রেনিতে ভর্তি বিষক ওয়েবসাইট www.xiclassadmissio.gov.bd তে জানানো হবে।