কাতার বিশ্বকাপ ফুটবল খেলার সময়সূচি ২০২২
প্রিয় পাঠক বিন্দু সবাইকে banglablogger.info ওয়েবসাইটের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আজ তোমাদের জন্য বিশ্ব বিখ্যাত একটি টপিক নিয়ে লিখলাম। সেটি হলো ফি কাতার বিশ্বকাপ ফুটবল খেলার সময়সূচি ২০২২ । তাহলে জেনে নিন ফুটবল খেলার সময়সূচি ২০২২।
অনেক খেলা প্রেমি বক্তারা খেলার সময়সূচি গুগল বা ইউটুবে সার্য করে খুজে থাকে। তাই তাদের জন্য খুব সহজে ফিফা বিশ্বকাপ ২০২২ ফুটবল খেলার সময়সূচি লিখলাম। বিশ্বের সবচেয়ে বড় খেলার আসর হলো অলিম্পিক গেমস। তারপরে রয়েছে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলার বড় আসর।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
বিশ্বকাপ ফুটবল খেলার সময়সূচি
World cup ফুটবল প্রতি চার বছর পর পর বিভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয়। তাই এইবারের ফিফা ফুটবল বিশ্বকাপ আসরটি অনুষ্ঠিত হবে কাতার। কাতারে ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২।
কাতারে এইবারের বিশ্বকাপ ফুটবল খেলাটি খুবই যাক ঝমক হয়ে উঠবে। এখন থেকে খেলা প্রেমিরা খেলা দেখার জন্য বিভিন্ন আয়োজন করে যাচ্ছে। বিশেষ করে আমাদের দেশে যেই দিন ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা হবে। সেই দিন খেলা প্রেমিরা খুবই আনন্দ উল্লাস করে থাকে।
ফুটবল বিশ্বকাপ খেলার সময়সূচি
বিশেষ করে এই বাংলাদেশের সময় অনুযায়ী, খেলো গুলো রাতের সময় হয়ে থাকে। তাই রাতে ঘুম বাদ দিয়ে, সবাই খেলায় দেখার জন্য উপেক্ষায় থাকে। যে রাতে ব্রাজিল, আর্জেন্টিনার খেলা ঐ রাতে সবাই মজা করে, খাওয়ার আয়োজন করে থাকে।
এক কথায় বলা যায়, ঐ রাতে ফুটবল প্রেমিদের কাছে কোনো ঘুম নাই, শুধু খেলা দেখার জন্য। আর যদি প্রিয় দল খেলায় হেরে যায়, সবাই মন খারাপ করে থাকে। প্রতি পক্ষ দল এই তো শুরু হলো বেঙ্গো করা। কে কাকে ভেঙ্গো করে পচাতে পারবে সেই উদ্দেশ্য পড়ে থাকে। আসলে এটাই হলো একধরণের মজার অংশ।
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ গ্রুপ
কাতার ও ইকুইডর এর খেলার মাধ্যমে নভেম্বরের ২০ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২২ এর আসর। কাতার ও ইকুইডর গ্রুপ এ তে রয়েছে, এই দুই দিয়ে উদ্বোধনী খেলা শুরু হবে।
এমনকি ডিসেম্বর মাসের ১৮ তারিখ ফাইনাল এর মাধ্যমে সমাপ্তি ঘটবে। ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ ফুটবল খেলা। এই বার জেনে নিন, কোন কোন গ্রুপে কোন কোন দল রয়েছে।
গ্রুপ এঃ
কাতার, সেনেগাল, ইকুয়েডর, নেদারল্যান্ডস
গ্রুপ বিঃ
ইংল্যান্ড, ইরান, ইউএসএ, ওয়েলস
গ্রুপ সিঃ
আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডিঃ
ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, টুনিশিয়া
গ্রুপ ইঃ
স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান
গ্রুপ এফঃ
বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জিঃ
ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচঃ
পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া
আরো পড়ুনঃ
টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সময়সূচি ২০২২
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচি
এই বারের কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ চলবে একাধিক জমজমাট আর্কষণীয় মাঠে। প্রথম পর্ব অর্থাৎ গ্রুপ পর্বে সকল দল অংশগ্রণ করবে, এরপর রাউন্ড অফ ১৬ তে ১৬টি উত্তীর্ণ দল খেলবে।
এরপর যথাক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, তৃতীয়স্থান নির্ধারণী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তাহলে জেনে নিন ফিফা বিশ্বকাপ ফুটবল খেলার সময়সূচি ২০২২।
গ্রুপ পর্ব
নভেম্বর ২০ ➤রাত ১০টা
কাতার বনাম ইকুইডর,
নভেম্বর ২১➤ সন্ধ্যা ৭টা
ইংল্যান্ড বনাম ইরান
নভেম্বর ২১ ➤ রাত ১০ টা
সেনেগাল বনাম নেদারল্যান্ডস
নভেম্বর ২২➤ রাত ১টা
ইউএসএ বনাম ওয়েলস
নভেম্বর ২২➤ বিকাল ৪টা
আর্জেন্টিনা বনাম সৌদি আরব
নভেম্বর ২২ ➤ সন্ধ্যা ৭ টা
ডেনমার্ক বনাম টুনিশিয়া
নভেম্বর ২২ ➤ রাত ১০ টা
মেক্সিকো বনাম পোল্যান্ড
নভেম্বর ২৩ ➤ রাত ১ টা
ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া
নভেম্বর ২৩➤ বিকাল ৪ টা
মরক্কো বনাম ক্রোয়েশিয়া
নভেম্বর ২৩ ➤ সন্ধ্যা ৭ টা
জার্মানি বনাম জাপান
নভেম্বর ২৩ ➤ রাত ১০ টা
স্পেন বনাম কোস্টারিকা
২০২২ বিশ্বকাপ ফুটবল খেলার সময়সূচি
২৪ নভেম্বর ➤রাত ১ টা
বেলজিয়াম বনাম কানাডা
২৪ নভেম্বর ➤ বিকাল ৪ টা
সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন
২৪ নভেম্বর ➤ সন্ধ্যা ৭ টা
উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া
২৪ নভেম্বর ➤ রাত ১০ টা
পর্তুগাল বনাম ঘানা
২৫ নভেম্বর ➤ রাত ১ টা
ব্রাজিল বনাম সার্বিয়া
২৫ নভেম্বর ➤ বিকাল ৪ টা
ওয়েলস বনাম ইরান
২৫ নভেম্বর ➤ সন্ধ্যা ৭ টা
কাতার বনাম সেনেগাল
২৫ নভেম্বর ➤ রাত ১০ টা
নেদারল্যান্ডস বনাম ইকুইডর
ফুটবল ২০২২ খেলার সময়সূচি
২৬ নভেম্বর ➤ রাত ১ টা
ইংল্যান্ড বনাম ইএসএ
২৬ নভেম্বর ➤ বিকাল ৪ টা
টুনিশিয়া বনাম অস্ট্রেলিয়া
২৬ নভেম্বর ➤ সন্ধ্যা ৭ টা
পোল্যান্ড বনাম সৌদি আরব
২৬ নভেম্বর ➤ রাত ১০ টা
ফ্রান্স বনাম ডেনমার্ক
২৭ নভেম্বর ➤ রাত ১ টা
আর্জেন্টিনা বনাম মেক্সিকো
২৭ নভেম্বর ➤ বিকাল ৪ টা
জাপান বনাম কোস্টারিকা
২৭ নভেম্বর ➤ সন্ধ্যা ৭ টা
বেলজিয়াম অনাম মরোক্কো
২৭ নভেম্বর ➤ রাত ১০ টা
ক্রোয়েশিয়া বনাম কানাডা
কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল খেলার সময়সূচি
২৮ নভেম্বর ➤রাত ১ টা
স্পেন বনাম জার্মানি
২৮ নভেম্বর ➤ বিকাল ৪ টা
ক্যামেরুন বনাম সার্বিয়া
২৮ নভেম্বর ➤ সন্ধ্যা ৭ টা
দক্ষিণ কোরিয়া বনাম ঘানা
২৮ নভেম্বর ➤ রাত ১০ টা
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড
২৯ নভেম্বর ➤ রাত ১ টা
পর্তুগাল বনাম উরুগুয়ে
২৯ নভেম্বর ➤ রাত ৯ টা
ইকুইডর বনাম সেনেগাল
২৯ নভেম্বর ➤ রাত ৯ টা
নেদারল্যান্ডস বনাম কাতার
৩০ নভেম্বর ➤ রাত ১ টা
ইরান বনাম ইউএসএ
৩০ নভেম্বর ➤ রাত ১ টা
ওয়েলস বনাম ইংল্যান্ড
৩০ নভেম্বর ➤ রাত ৯ টা
টুনিশিয়া বনাম ফ্রান্স
৩০ নভেম্বর ➤ রাত ৯ টা
অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক
বিশ্বকাপ ফুটবল খেলার সময়সূচি ২০২২
১ ডিসেম্বর ➤ রাত ১ টা
পোল্যান্ড বনাম আর্জেন্টিনা
১ ডিসেম্বর ➤ রাত ১ টা
সৌদি আরব বনাম মেক্সিকো
১ ডিসেম্বর ➤ রাত ৯ টা
ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম
১ ডিসেম্বর ➤ রাত ৯ টা
কানাডা বনাম মরক্কা
২ ডিসেম্বর ➤ রাত ১ টা
জাপান বনাম স্পেন
২ ডিসেম্বর➤ রাত ১ টা
কোস্টারিকা বনাম জার্মানি
২ ডিসেম্বর ➤ রাত ৯ টা
দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল
২ ডিসেম্বর ➤ রাত ৯ টা
ঘানা বনাম উরুগুয়ে
৩ ডিসেম্বর ➤ রাত ১ টা
সার্বিয়া বনাম সুইজারল্যান্ড
৩ ডিসেম্বর ➤ রাত ১ টা
ক্যামেরুন বনাম ব্রাজিল
২০২২ বিশ্বকাপ ফুটবল গ্রুপ অফ ১৬
গ্রুপ অফ ১৬ এর খেলা অনুষ্ঠিত হবে গ্রুপের তালিকার শীর্ষ ১৬টি দল নিয়ে। এখানে আমরা শুধুমাত্র খেলার সময় ও তারিখ উল্লেখ করছি।
খেলা চলাকালীন আমরা পোস্টে সেরা ১৬ টি দলের নাম আফডেট করবো। তাহলে জেনে নিন বিশ্বকাপ ফুটবল খেলার সময়সূচি ।
৩ ডিসেম্বর ➤ রাত ৯টা
নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র
৪ ডিসেম্বর ➤ রাত ১টা
আর্জেন্টিনা বনাম অষ্ট্রেলিয়া
৪ ডিসেম্বর ➤ রাত ৯টা
ফান্স বনাম পোল্যান্ড
৫ ডিসেম্বর ➤ রাত ১টা
ইংল্যান্ড বনাম সিনেগাল
৫ ডিসেম্বর ➤ রাত ৯টা
জাপান বনাম ক্রোশিয়া
৬ ডিসেম্বর ➤ রাত ১টা
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া
৬ ডিসেম্বর ➤ রাত ৯টা
মরক্কো বনাম স্পেন
৭ ডিসেম্বর ➤ রাত ১টা
পর্তুগাল বনাম সুইজারল্যান্ড
কাতার বিশ্বকাপ ফুটবল কোয়ার্টার ফাইনাল ২০২২
৯ ডিসেম্বর ➤ রাত ৯টা
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
১০ ডিসেম্বর ➤ রাত ১টা
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস
১০ ডিসেম্বর ➤ রাত ৯টা
মরক্কো বনাম পর্তুগাল
১১ ডিসেম্বর ➤ রাত ১টা
ইংল্যান্ড বনাম পান্স
কাতার বিশ্বকাপ ফুটবল সেরা ৮ দেশ কোয়ার্টার ফাইনাল
◉ Netherlands 🇳🇱 vs. 🇦🇷 Argentina
◉ Croatia 🇭🇷 vs. 🇧🇷 Brazil
◉ England 🏴 vs. 🇫🇷 France
◉ Morocco 🇲🇦 vs. 🇵🇹 Portugal
বিশ্বকাপ ফুটবল সেমি ফাইনাল ২০২২
১৪ ডিসেম্বর ➤ রাত ১টা
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া
১৫ ডিসেম্বর ➤ রাত ১টা
ফান্স বনাম মরক্কো
তৃতীয় স্থান নির্ধারনী ফুটবল বিশ্বকাপ ২০২২
১৭ ডিসেম্বর ➤ রাত ৯টা
ফিফা বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলার সময়সূচি ২০২২
১৮ ডিসেম্বর ➤ রাত ৯টা
কাতার বিশ্বকাপ ২০২২ নিয়ে প্রশ্ন এবং উত্তর
প্রশ্নঃ কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল কোথায় তৈরি হয়?
উত্তরঃ পাকিস্তান
প্রশ্নঃ কাতার বিশ্বকাপ ২০২২ ফুটবল বিশ্বকাপ কোথায় থেকে তৈরী করা হয়?
উত্তরঃ ইটালি
প্রশ্ন:ফুটবল বিশ্বকাপ ২০২২ কততম আসর?
উত্তরঃ ফুটবল বিশ্বকাপ ২০২২ এবার সহ ২২ তম আসর
প্রশ্ন:ফুটবল বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে কাতারে
প্রশ্ন:কাতার বিশ্বকাপের মুসলিম দেশগুলোর নাম?
উত্তরঃ কাতার বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ৬ টি মুসলিম দেশ। মুসলিম দেশগুলো হলো কাতার, সৌদি আরব, ইরান মরক্কো, তিউনিসিয়া ও সেনেগাল।
প্রশ্ন:ফুটবল বিশ্বকাপ ২০২২ এর বলের নাম কি?
উত্তরঃ ফুটবল বিশ্বকাপ ২০২২ এর বলের নাম আল রিহলা
প্রশ্ন:ফুটবল বিশ্বকাপ ২০২২ এ কতগুলো দেশ অংশগ্রহণ করবে?
উত্তরঃ ফুটবল বিশ্বকাপ ২০২২ মোট ৩২ টি দল অংশগ্রহণ করবে
প্রশ্ন:কাতার বিশ্বকাপ ফুটবলের খরচ কত?
উত্তরঃ ২২০ বিলিয়ন ডলার।
এবারের কাতার বিশ্বকাপে থাকছে অত্যাধুনিক প্রযুক্তির স্টেডিয়াম অবকাঠামো নির্মাণ বিলাসবহুল হোটেল আবাসন ব্যবস্থা দলগুলোর অনুশীলন ম্যাচ আয়োজন করোনা নিয়ন্ত্রণ সব মিলিয়ে খরচ হবে ২২৬৪০০০ কোটি টাকা।যা স্মরণকালের সবচেয়ে ব্যয়বহুল । আগের কোন বিশ্বকাপে এত খরচ হয়নি ।
প্রশ্ন:ফুটবল বিশ্বকাপ ২০২২ শুরু হবে কত তারিখে?
উত্তরঃ ফুটবল বিশ্বকাপ ২০২২ শুরু হবে ২০ নভেম্বর।
প্রশ্ন:ফুটবল বিশ্বকাপ ২০২ শেষ হবে কত তারিখে?
উত্তরঃ ফুটবল বিশ্বকাপ ২০২২ শেষ হবে ডিসেম্বরের ১৮ তারিখে।
প্রশ্ন:ফুটবল বিশ্বকাপ মোট স্টুডিয়াম সংখ্যা কত ?
উত্তরঃ ফুটবল বিশ্বকাপে মোট স্টুডিয়াম ৮ টি।
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবলের প্রথম নারী রেফারি নাম?
বিশ্বকাপে সর্বপ্রথম নারী রেফারির প্রচলন শুরু করা হয় । তাই তো অনেকেই এবারের বিশ্বকাপের নারী রেফারির নাম জানার জন্য খুবই আগ্রহী । এবারের বিশ্বকাপে ৩৬ জন রেফারি ও ৬৯ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও ম্যাচ অফিশিয়াল নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে তিনজন নারী রেফারি ও তিনজন সহকারী নারী। তিনজন মূল রেফারি হলেন ফ্রান্সের রেফারি স্টেফানি,, রুয়ান্ডার রেফারি সালিমা মুকানসংজ্ঞা,, জাপানের রেফারি ইয়ামাশিতা।
সর্বশেষ কথা
গ্রুপ পর্বের সেরা ১৬ টি দল, খেলা চলাকালীন আফডেট করা হবে। এমনকি কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল, ফাইনাল কোন কোন দেশ খেলবে, সেই দেশ গুলো পোস্টে আফডেট করা হবে।
তাহলে আশা করি আপনারা জানতে পারছেন, বিশ্বকাপ ফুটবল খেলার সময়সূচি ২০২২ । খেলা দেখে আনন্দ উপভোগ করুন। আর আমাদের আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। এমনকি আপনি চাইলে আপনার ক্রমবাউজারে সেব করে রাখতে পারেন।
কাতার বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমমেন্ট জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনার কমমেন্ডর উত্তর দেওয়ার জন্য।