কোপা আমেরিকা খেলার সময়সূচি | [২০২১]
লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার এককভাবে আয়োজক হচ্ছে ব্রাজিলে। এবারের আসর কলম্বিয়া ও আর্জেন্টিনা যৌথভাবে আয়োজন করার কথা ছিলো। কিন্তু কলম্বিয়ায় এবং আর্জেন্টিনা রাজনৈতিক ও করোনা ভাইরাস এর কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তারপর ব্রাজিলে খেলার সিদ্ধান্ত নেয়। কোপা আমেরিকা খেলার সময়সূচি জেনে নিন।
কোপা আমেরিকা খেলা দেখা যাবে বিশ্বের প্রায় সব দেশ থেকে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ফুটবল প্রেমীদের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলায় সবাই মেতে উঠে। এই যে শুরু হয়ে গেলে, কে কোন দল করে, এটা নিয়ে সবাই ফেসবুক স্টেটাস দেয়। সবাই চায় সাবাইর প্রিয় দলকে শ্রেষ্ঠত্ব বানাতে।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
কোপা আমেরিকা খেলার সময়সূচি
আর তো হইচই এই এক মাস ঝুড়ে চলতে থাকবে, কোপা আমেরিকা খেলা নিয়ে। জনপ্রিয় এই টুর্নামেন্টের পর্দা উঠবে ১৪ই জুন বাংলাদেশ সময় রাত ৩ টায়, ব্রাজিল ও ভেনেজুয়েলার উদ্বোধনী ম্যাচ দিয়ে।
দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ১০ টি দল। ২৭ দিনের টুর্নামেন্টের পর্দা নামবে ১১ জুলাই পর্যন্ত। বিশেষ করে বাংলাদেশ সহ সারাবিশ্বে এই কোপা আমেরিকা খেলা নিয়ে উৎসবে সবাই মেতে উঠে।
কোপা আমেরিকা খেলার সময়সূচি
বিশেষ করে এই বাংলাদেশের সময় অনুযায়ী, খেলো গুলো রাতের সময় হয়ে থাকে। তাই রাতে ঘুম বাদ দিয়ে, সবাই খেলায় দেখার জন্য উপেক্ষায় থাকে। যে রাতে ব্রাজিল, আর্জেন্টিনার খেলা ঐ রাতে সবাই মজা করে, খাওয়ার আয়োজন করে থাকে।
এক কথায় বলা যায়, ঐ রাতে ফুটবল প্রেমিদের কাছে কোনো ঘুম নাই, শুধু খেলা দেখার জন্য। আর যদি প্রিয় দল খেলায় হেরে যায়, সবাই মন খারাপ করে থাকে। প্রতি পক্ষ দল এই তো শুরু হলো বেঙ্গো করা। কে কাকে ভেঙ্গো করে পচাতে পারবে সেই উদ্দেশ্য পড়ে থাকে। আসলে এটাই হলো একধরণের মজার অংশ।
কোপা আমেরিকা খেলার সূচি
এই বারের কোপা আমেরিকা খেলাটা হওয়ার কথা ছিলো ২০২০ সালে। করোনা ভাইরাসের এর কারনে কোপা আমেরিকা খেলাটা ২০২১ সালে হচ্ছে।
অনেক দিন পর ফুটবল খেলা হচ্ছে, তাই সবাই মেতে উঠতেছে, হাসি আনন্দ।
কোপা আমেরিকা গ্রুপ এ
এই গ্রুপে যে পাঁচ দল থাকবে নিম্নে দেওয়া হলো
১. ব্রাজিল
২. ভেনেজুয়েলা
৩. কলম্বিয়া
৪. একুয়েডর
৫. পেরু
কোপা আমেরিকা গ্রুপ বি
গ্রুপ বি তে যে পাঁচটি দল থাকবে, নিম্নে দেওয়া হলো।
১. আর্জেন্টিনা
২. চিলি
৩. প্যারাগুয়ে
৪. বলিভিয়া
৫. উরুগুয়ে
কোপা আমেরিকা উদ্বোধনী খেলা
উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে গারিঞ্চা স্টেডিয়ামে, (ব্রাজিল- ভেনেজুয়েলা)। কোপা আমেরিকার টুর্নামেন্টটির ফাইনাল খেলা মারকানা স্টেডিয়ামে। বাংলাদেশের বেশকিছু টিভি চ্যানেল, অনলাইন ও মোবাইল App কোপা আমেরিকা সরাসরি সম্প্রচার করা হবে।
কোপা আমেরিকার সময়সূচি ২০২১
তারিখ সময় ম্যাচ ১৪/০৬/২১ ➤ভোর ৩টা গ্রুপ এ:
ব্রাজিল-ভেনেজুয়েলা
১৪/০৬/২১ ➤ভোর ৬টা গ্রুপ এ:
কলম্বিয়া-একুয়েডর
১৫/০৬/২১ ➤ভোর ৩টা গ্রুপ বি:
আর্জেন্টিনা-চিলি
১৫/০৬/২১ ➤ ভোর ৬টা গ্রুপ বি:
প্যারাগুয়ে-বলিভিয়া
১৮/০৬/২১ ➤ ভোর ৩টা গ্রুপ এ:
কলম্বিয়া-ভেনেজুয়েলা
১৮/০৬/২ ➤ভোর ৬টা গ্রুপ এ:
ব্রাজিল-পেরু
১৯/০৬/২১ ➤ ভোর ৩টা গ্রুপ বি:
চিলি-বলিভিয়া
১৯/০৬/২১ ➤ ভোর ৬টা গ্রুপ বি:
আর্জেন্টিনা-উরুগুয়ে
২১/০৬/২১ ➤ ভোর ৩টা গ্রুপ এ:
ভেনেজুয়েলা-একুয়েডর
২১/০৬/২১ ➤ ভোর ৬টা গ্রুপ এ:
কলম্বিয়া-পেরু
২২/০৬/২১ ➤ ভোর ৩টা গ্রুপ বি:
উরুগুয়ে-চিলি
২২/০৬/২১ ➤ ভোর ৬টা গ্রুপ বি:
আর্জেন্টিনা-প্যারাগুয়ে
২৪/০৬/২১ ➤ ভোর ৩টা গ্রুপ এ:
একুয়েডর-পেরু
২৪/০৬/২১ ➤ ভোর ৬টা গ্রুপ এ:
ব্রাজিল-কলম্বিয়া
২৫/০৬/২১ ➤ ভোর ৩টা গ্রুপ বি:
বলিভিয়া-উরুগুয়ে
২৫/০৬/২১ ➤ ভোর ৬টা
গ্রুপ বি: চিলি-প্যারাগুয়ে
২৮/০৬/২১ ➤ ভোর ৩টা গ্রুপ এ:
ব্রাজিল-একুয়েডর
২৮/০৬/২১ ➤ ভোর ৩টা গ্রুপ এ:
ভেনেজুয়েলা-পেরু
২৯/০৬/২১ ➤ ভোর ৬টা গ্রুপ বি:
উরুগুয়ে-প্যারাগুয়ে
২৯/০৬/২১ ➤ ভোর ৬টা গ্রুপ বি:
বলিভিয়া-আর্জেন্টিনা
আরো পড়ুনঃ দরখাস্ত লেখার নিয়ম
কোয়ার্টার ফাইনাল কোপা আমেরিকা
কোপা আমেরিকা সেরা ৮ দলের খেলার সময়সূচি। এখন এ ৮ দলের খেলা হবে নকআউট এর খেলা। যে দল হেরে যাবে, সেই দল বাদ হবে। আর যে দল বিজয় হবে, সেই দল সেমিফাইনালে উটবে। তাহলে জেনে নিন কোয়ার্টার ফাইনাল এর খেলার সময়সূচি।
০৩/০৭/২১ ➤ ভোর ৩টা
পেরু- প্যারাগুয়ে
০৩/০৭/২১ ➤ ভোর ৬টা
ব্রাজিল – চিলি
০৪/০৭/২১ ➤ ভোর ৪টা
উরুগুয়ে- কলম্বিয়া
০৪/০৭/২১ ➤ সকাল ৭টা
আর্জেন্টিনা- ইকুয়েডর
সেমি ফাইনাল কোপা আমেরিকা
ব্রাজিল, আর্জেন্টিনার খেলা আমাদের দেশের মানুষ খুব পছন্দ করে। কেউ ব্রাজিল সাপর্ট করে, আবার কেউ আর্জেন্টিনা সার্পট করে। যে দিন ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে, সেই দিন তো দেশের বিভিন্ন জাগায় অানন্দের জয় গান হয়ে উটে। যদি নিজের পছন্দের দল জয় হয়। এই জেনো হঠাৎ করে কিযে মনের ভিতর আনন্দ চলে আসলো।
যাই হোক অনেকে আশায় আছে, এই বছর কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে। ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি খেলা দেখার জন্য। কিন্তু সেই আশাটা হতে ও পারে। আবার না ও হতে পারে। অনেকে ভাবছে সেমিফাইনালে জনপ্রিয় দুই দল মুখামুখি হবে, এটা ভুল ধারনা।
যদি ব্রাজিল আর আর্জেন্টিনা উভয় দল সেমিফাইনালে হেরে যায়। তাহলে তৃতীয়স্থানের জন্য ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা হবে। আর যদি সেমিফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনার যে কোনো একদল জয়, বাকি দল পরাজয় হয়। তাহলে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হবে না।
আর যদি ব্রাজিল আর আর্জেন্টিনা ২ দলে সেমিফাইনালে জয় হয়, তার মানে ফাইনালে উটে। তাহলে তো আর কথাই নাই। সেই দিন হবে ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা। সেই দিন দেশের সব জাগায় আনন্দ উলাস হয়ে উটবে।
০৬/০৭/২১ ➤ ভোর ৫টা
ব্রাজিল – পেরু
০৭/০৭/২১ ➤ সকাল ৭টা
আর্জেন্টিনা – কলম্বিয়া
তৃতীয় স্থান কোপা আমেরিকা
১০/০৭/২১ ➤ ভোর ৬টা
পেরু- কলম্বিয়া
ফাইনাল কোপা আমেরিকা
১১/০৭/২১ ➤ ভোর ৬টা
ব্রাজিল – আর্জেন্টিনা
সর্বশেষ কথা
কোপা আমেরিকা খেলা দেখার জন্য, বাংলাদেশ সহ সারবিশ্বের ফুটবল ফ্রেমিরা খুশিতে মেতে উঠেছে। কোপা ফুটবল এই ভারের কাপে সবাই কিছু তারকের খেলায় চোখ রাখবে। যেমন, মেসি, নেইমার এর খেলা দেখে লক্ষ লক্ষ মানুষের মন ঝুড়ায়।
যদি আমার আর্টিকেল ভালো লাগে তাহলে কমমেন্ট করে যানাবেন।