অনলাইনে নতুন জন্ম নিবন্ধন করার নিয়ম | ২০২২ | মোবাইল দিয়ে
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম বর্তমান সময় খুবই আলোচিত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর সেই বিষয়টি হলো অনলাইনে নতুন জন্ম নিবন্ধন করার নিয়ম । অনেকে ইউনিয়ন অফিসে গিয়ে জন্ম নিবন্ধন করার জন্য হয়রানি হয়ে থাকে।
আর কোনো চিন্তা নাই, এখন থেকে মোবাইলে আপনি জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। আপনি চাইলে অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করতে পারেন, খুবই সহজে।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
অনলাইনে নতুন জন্ম নিবন্ধন করার নিয়ম
অনেকে নতুন জন্ম নিবন্ধন করার করার জন্ম ইউনিয়ন অফিসে গুরাগুরি করতেছে। কিন্তু সময় মতো ঠিক করতে পারছে না। আবার দেখা যায় অনেকে দালালের মাধ্যমে জন্ম নিবন্ধন ঠিক করে থাকে, প্রচুর টাকা খরচ করে থাকে।
আর দালালের পিছনে গুরতে হবে না, টাকা বেশি খরচ করতে হবে না। এখন আপনি ঘরে বসেই জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন, মোবাইল দিয়ে। তাহলে শুরু করা যাক।
নিচে মোট ৮ টি ধাপ দেওয়া আছে। আপনি ৮ টি ধাপ পড়ে কনটিনিউ করতে থাকেন। ইনশাআল্লাহ আপনি জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করতে পারবেন।
নতুন জন্ম নিবন্ধন করার নিয়ম
প্রথম ধাপঃ
আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশন চালু করা।
আপনার মোবাইল ফোনের মধ্যে থাকে (Chrome Apps) ক্রম বাউজার ক্লিক করবেন। তারপর সার্চ বার খালি ঘরে লিখবেন bdris.gov.bd লিখা শেষে সার্চ করুন।
২য় ধাপঃ
ওয়েবসাইটে যাওয়ার পর একটা পেইজ আসবে, পেইজের নিচের দিকে তিনটি অপশন আছে।
১. জন্মস্থান
২. স্থায়ী ঠিকানা
৩. বর্তমান ঠিকানা
এর মানে হলো আপনার জন্ম নিবন্ধনটি কোন জায়গা থেকে নিতে চান। মনে করুন আপনি স্থায়ী ঠিকানা থেকে নিতে চান। তাহলে স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন। তারপর একটু নিচের দিকে পরবর্তী লেখা আছে। পরবর্তী লেখায় ক্লিক করুন।
৩য় ধাপঃ
এখন একটা ফরম দেখাবে, এই ফরমটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি খুবই ধর্য্য সহকারে সুন্দর করে এই ফরমটি পূরণ করবেন। একটু পরিমান ভূল হলে, ভবিষ্যতে সমস্যা হতে পারে। তাই নাম গুলো সঠিক নিয়মে অনুযায়ী লিখবেন।
জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ২০২২
আপনার জন্ম তারিখ সিলেক্ট করার পর। আপনাকে একটি ডুকেমেন্ট এটাচ করতে বলবে।
আপনার জন্ম নিবন্ধন আবেদন সম্পন্ন করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টগুলো প্রয়োজন।
চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি।
পূরণকৃ্ত আবেদনপত্রে বার্থ এটেন্ডের এর প্রত্যায়ন বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি।
পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত। আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র।
অথবা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা।
অথবা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা।
নতুন জন্ম নিবন্ধন করার জন্য এই তিনটি ডকুমেন্টস অবশ্যই লাগবে।
জন্ম নিবন্ধন ফরম পূরণ করার নিয়ম
নিচে ২ টি অপশন লেখা আছে।
প্রথমটি, আপনার কাছে এই ডকুমেন্টস গুলো আছে।
দ্বিতীয়টি, আমার কাছে এই ডকুমেন্টস নেই।
আপনার কাছে এই তিনটি ডকুমেন্টস থাকলে, প্রথমটিতে ক্লিক করুন। মানে সবুজ লেখা আপনার কাছে এই ডকুমেন্টস গুলো আছে, এটায় ক্লিক করুন।
আরো পড়ুনঃ
জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম। মোবাইল দিয়ে
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম | ২০২২
নতুন পাসপোর্ট করার নিয়ম | ২০২২
নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি ফরম পূরণ করুন
চতুর্থ ধাপঃ
নামের প্রথম অংশ বাংলায়*
মোঃ আবুল
নামের শেষ অংশ বাংলায়
কাসেম
নামের প্রথম অংশ ইংরেজিতে*
MD: Abul
নামের শেষ অংশ ইংরেজিতে .
Kasem
জন্ম তারিখ (খ্রিঃ)*
05/01/1999
পিতা ও মাতার কততম সন্তান
4
লিঙ্গ*
পুরুষ
জাতীয় পরিচয় পত্রের নাম্বার…..
জন্ম নিবন্ধন ব্যক্তির জন্মস্থানের ঠিকানা
দেশ নির্বাচন করুন *
বাংলাদেশ
বিভাগ নির্বাচন করুন*
চট্টগ্রাম
সিটি করপোরেশন / উপজেলা *
সোনাইমুড়ী
ডাকঘর (বাংলায়)*
নদোনা
ডাকঘর (ইংরেজিতে)*
Nadona
ওয়ার্ড নং*
০৬
গ্রাম / পাড়া / মহল্লা*
দক্ষিণ শাকতলা
গ্রাম / পাড়া / মহল্লা ( ইংরেজি )*
South Shaktola
বাসা ও সড়ক ( নাম, নম্বর )*
বড় বাড়ী
বাসা ও সড়ক ( নাম, নম্বর ) ( ইংরেজি )*
Boro bari
এই ফরমটা সুন্দর ভাবে পূরণ করা হয়ে গেলে, নিচে ডান পাশে লেখা আছে পরবর্তী। পরবর্তী অপশনে ক্লিক করুন।
৫ম ধাপঃ
একটু উপরে দিকে যাবেন, দেখবেন নিচে দেওয়া এমন একটি ফরম আসবে। এই ফরমটি হচ্ছে পিতা মাতার NID অনুযায়ী পূরণ করতে হবে।
জন্ম নিবন্ধন ব্যক্তির পিতার তথ্য পূরণ
পিতার জন্ম নিবন্ধন নম্বর *
……..
পিতার নাম বাংলায় *
……….
পিতার নাম ইংরেজিতে *
……….
পিতার জাতীয় পরিচয়পত্র নম্বর
…….
পিতার জাতীয়তা *
……
জন্ম নিবন্ধন ব্যক্তির মাতার তথ্য পূরণ
মাতার জন্ম নিবন্ধন নম্বর *
…….
মাতার নাম বাংলায় *
…….
মাতার নাম ইংরেজিতে *
……
মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর
…..
মাতার জাতীয়তা *
……
অনলাইনে জন্ম নিবন্ধন ফরম পূরণ করার নিয়ম ২০২২
৬ষ্ঠ ধাপঃ
পিতা মাতার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ফরমটি পূরণ হলে, নিচের দিখে লক্ষ করুন। ডান পাশে পরবর্তী লেখা আছে, পরবর্তী অপশনে ক্লিক করুন। ক্লিক করে একটু উপরের দিকে যাবেন। দুইটি অপশন দেখতে পাবেন।
নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন
১. আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানায় আপনার স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান?
✪কোনোটি নয়
এখন থেকে আপনি কোনোটি নয় অপশন সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর, ফরম পূরণের একটি অপশন আসবে। যার প্রথমে লিখা থাকবে, জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই
✪জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই,
এই অপশনে ক্লিক ( √) দিয়ে দিন। তারপর অটোমেটিক ফরম গুলো পূরণ হয়ে যাবে।
২. আপনি কি নিম্নলিখিত কোন ঠিকানায় আপনার বর্তমান ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান?
✪কোনোটি নয়
এখন থেকে আপনি কোনোটি নয় অপশন সিলেক্ট করে দিন।
✪স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই,
এই অপশনে ক্লিক করে ( √) দিয়ে দিন। তারপর অটোমেটিক ফরম গুলো পূরণ হয়ে যাবে।
তারপর নিচের দিকে, ডান পাশে পরবর্তী অপশনে ক্লিক করুন।
সহজে নতুন জন্ম নিবন্ধন করার নিয়ম / জন্ম নিবন্ধন ফরম ২০২২
৭ম ধাপঃ
পরবর্তী অপশনে ক্লিক করার পর, উপরের দিকে যাবেন।
আবেদনকারীর প্রত্যায়ন এবং আবেদন কারীর ব্যাক্তির সহহিত সম্পর্ক।
নিবন্ধনধীন ব্যাক্তি যদি ১৮ বছরের নিম্নে, মানে ১৮ বছরের কম হয়। সেই ক্ষেত্রে তাহার অবিভাবক অথবা পিতা মাতার তথ্য দিতে হবে। পিতা মাতার জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং নাম দিতে হবে। যদি এমন হয়, তাহলে নিচের অপশনে অন্যান্য লেখা আছে। অন্যান্য অপশনে ক্লিক করলে, পিতা মাতার নাম এবং NID নাম্বার, মোবাইল নাম্বার দিতে বলবে।
আর যদি ১৮ বছর বা তার বড় হয় নিবন্ধন ব্যাক্তি, তাহলে নিচে লেখা আছে, নিজ অপশন নিজ অপশনে ক্লিক করলে হবে। নিজ অপশনে ক্লিক করলে খালি ঘরে অটোমেটিক নিবন্ধনধীন ব্যাক্তির নাম দেখাবে।
নামঃ মোঃআবুল কাসেম
ফোন নাম্বার……. নাম্বার দিন।
ইমেইল……… (দিলে ও সমস্যা নাই, না দিলে ও সমস্যা নাই)
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২
৮ম ধাপঃ
একটু নিচের দিকে যাবেন, লেখা আছে সংযুক্তি( প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ ১০০ কিলো বাইট)
নিচে লেখা আছে সংযোজন, সংযোজন অপশনে ক্লিক করলে, আপনাকে তিনটি ডকুমেন্টস ফাইল দিতে বলবে। আমি আগেই উপরে বলে ছিলাম, স্কুল সাটিফিকেট, পিতা মাতার জাতীয় পরিচয় পত্র। এই তিনটি ডকুমেন্টস ফাইল দিতে হবে।
মনে রাখবেন প্রতিটি ফাইলের ১০০ কিলো বাইট হতে হবে। যদি ১০০ কিলো বাইটের বেশি হয়, তাহলে সাবমিট হবে না।
তিনটি ডকুমেন্টস ফাইল দেওয়ার পর, আপনি ডান পাশের পরবর্তী অপশনে ক্লিক। এখন দেখবেন, আপনি এতোক্ষণ ধরে যা যা পূরণ করলেন। সব কিছু আপনাকে দেখাবে। আপনি মনোযোগ সহকারে পড়ে নিতে পারেন। যদি ভূল কিছু দেখেন, তাহলে নিচে দেওয়া পূর্ববর্তী অপশনে ক্লিক করে সমাধান করতে পারবেন।
সব কিছু ঠিক থাকলে নিচে, বাম পাশে সাবমিট অপশনে ক্লিক করুন।
জন্ম নিবন্ধন করার পদ্ধতি ২০২২
আশা করি হয়ে গেছে, আপনার আবেদনটি। সাবমিট করার পর, আপনার আবেদন সাকসেস হয়েচে এমন কিছু লেখা দেখাবে। সাথে একটি গুরুত্বপূর্ণ কোড দিবে। নিচে লেখা আছে প্রিন্ট করুন, মোবাইল দিয়ে প্রিন্ট না হলে। আপনি কোড নাম্বারটি স্কিনসোট বা অন্য কিছুতে লিখে নিন।
পরে যে কোনো কম্পিউটার দোকান থেকে, কোডটি দিয়ে, আপনার আবেদন পত্রটি প্রিন্ট করে নিন। তারপর প্রিন্ট করা আবেদন পত্রটি আপনার নিকটস্থ ইউনিয়ন বা উপজেলায় নিয়ে যাবেন। সেখানের কর্মকর্তাদেরকে আবেদন পত্রটি দিয়ে বুঝিয়ে বলুন।
আশা করি এক সাপ্তাহের মধ্যে আপনার জন্ম নিবন্ধনটি চলে আসবে, এতে সামান্য কিছু সরকারি ফি লাগবে। সচিব এবং চেয়ারম্যান এর স্বাক্ষর চিল মেরে নিন। আপনার নতুন জন্ম নিবন্ধন হয়ে গেলো।
সর্বশেষ কথা
আশা করি আপনাদের বুঝাতে পারলাম, কিভাবে মোবাইল দিয়ে নতুন জন্ম নিবন্ধন করবেন। মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার নিয়ম, কিছু দিনের মধ্যে আসতেছে।
আমাদের সাইটে ভিজিট করুন, আর আমাদের পেইজে লাইক দিয়ে নতুন নতুন টেকনিক জেনে নিন।