জিমেইল একাউন্ট খোলার নিয়ম | জিমেইল ব্যবহারের উপকারিতা
প্রিয় পাঠক আজ আমি তোমাদের জন্য, একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আসলাম। আর্টিকলটি হলো জিমেইল একাউন্ট খোলার নিয়ম নিয়ে। বর্তমানে আমরা অনলাইনে বা অফলাইনে যে কাজে করি আমাদের জিমেইল লাগেই। জিমেইল একাউন্টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জিমেইল একাউন্ট ছাড়া অনেক কিছু করা সম্ভব হয় না। তাহলে জেনে নিন জিমেইল একাউন্ট খোলার নিয়ম।
মোবাইল বা ল্যাপটপে আপনি অনেক কিছু করতে পারবে না, জিমেইলের সাহায্য ছাড়া। মনে রাখবেন জিমেইল আর গুগল একাউন্ট একই। একটি মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো জিমেইল বা গুগল একাউন্ট। জিমেইল কতটা গুরুত্বপূর্ণ, আমরা ইন্টারনেটে কাজ করতে গিয়ে বুঝতে পারি। কাজেই বলা যায়, একটি মোবাইল সুন্দর করে ব্যবহার করার জন্য জিমেইল অবশ্যই প্রয়োজন।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
জিমেইল একাউন্ট খোলার নিয়ম
আপনার মোবাইলে যদি জিমেইল একাউন্ট না বসান। তাহলে আপনি মোবাইল ব্যবহার করে সব কিছু করতে পারবেন না। জিমেইল ছাড়া, আপনি ছাইলে প্লে স্টোর অ্যাপস ব্যবহার করতে পারবেন না। আর প্লে স্টোর অ্যাপস সাপর্ট না করলে, আপনি হরেক রকমের অ্যাপস ডাউনলোড করতে পারবেন না।
সুতারাং মোবাইলে জিমেইল একাউন্ট সেব করতেই হবে। তা ছাড়া আপনি জিমেইল দ্বারা অনেক গুরুত্বপূর্ণ অ্যাপস ব্যবহার করতে পারবেন। কারণ অনেক গুলো অ্যাপস আছে, সেই গুলো জিমেইল ছাড়া ব্যবহার করা খুবই অসম্ভব।
জিমেইল একাউন্ট খোলার উপায়/ জিমেইল একাউন্ট খোলার পদ্ধতি
অনেক মোবাইল ব্যবহার কারী জিমেইল কি, তা এখনো জানে না। তারা মোবাইলে অনেক কিছু করতে চায়, কিন্তু জিমেইল ছাড়া হয় না। মোটা কথা জিমেইল সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। অনেকে জিমেই একাউন্ট খুলতে চায়, কিন্তু পারে না। এই আর্টিকেলটি তাদের জন্য, যারা জিমেইল একাউন্ট খুলতে পারে না, এমনকি জিমেইল সম্পর্কে জানে না।
চিন্তার কোনো কারণ নেই, জিমেইল একাউন্ট খোলা খুবই সহজ। মাত্র কয়েক মিনিটে আপনি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট খুলতে পারবেন। তাহলে শুরু করা যাক, কিভাবে জিমেইল একাউন্ট খুলবেন।
জিমেইল আইডি খুলতে কি কি প্রয়োজন?
একটি জিমেইল একাউন্ট (gmail account) খোলার জন্য কয়েকটি জিনিসের প্রয়োজন হয়। নিম্নে জিমেইল একাউন্ট খোলার জন্য যা দরকার পেশ করলাম।
১. একটি স্মার্টফোন অথবা একটি ল্যাপটপ বা কম্পিউটার।
২. একটি মোবাইল নাম্বার
৩. ইন্টারনেট কানেকশন।
মোবাইল নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট খোলা যায়?
অবশ্যই মোবাইল নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট (Gmail account) খোলা যায়। আপনি যদি মনে করেন নাম্বার ছাড়া জিমেইল একাউন্ট তৈরি করবেন সেটা ও করা যাবে। আমি মনে করি, নাম্বার দিয়ে জিমেইল বা গুগল একাউন্ট তৈরী করা ভালো। কারণ, কখনো যদি আপনার জিমেইল একাউন্ট বা গুগল একাউন্টের পার্সওয়াড ভুলে যান।
ঠিক তখন ঐ নাম্বার দ্বারা একাউন্টটি পুনারায় ফিরে পাওয়া যাবে। নতুন পাসওয়ার্ড দিয়ে ঐ জিমেইল বা গুগল একাউন্ট খুব সহজে ফিরে পাওয়া যাবে। তাই কাজেই বলা যায়, জিমেইল একাউন্ট নাম্বার দিয়ে তৈরী খুবই প্রয়োজন।
আরো পড়ুনঃ
টুইটার একাউন্ট খোলার নিয়ম
ইন্সটাগ্রাম একাউন্ট খোলার নিয়ম
ফেসবুক একাউন্ট ডিলেট করার নিয়ম
জিমেইল একাউন্ট দিয়ে কি কি করা যায়?/ জিমেইল ব্যবহারের উপকারিতা
Gmail account দিয়ে অনেক কিছু করা যায়। অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। জিমেইল একাউন্ট দ্বারা কি কি করা যায়, নিম্নে কমন কিছু জিনিস উল্লেখ করলাম।
১. জিমেইল একাউন্ট দিয়ে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, এই রকম আরো অনেক একাউন্ট ব্যবহার করা যায়।
২. জিমেইল দিয়ে প্লে স্টোর অ্যাপস চালু করা যায়।
৩. জিমেইল তথ্য আদান প্রদান করা যায়, খুব সহজে।
৪. Google Drive অ্যাপস এর মাধ্যমে জিমেইল একাউন্টে অনেক তথ্য সেব করে রাখা যায়। যেমনঃ ছবি, নাম্বার, ভিডিও ক্লিপ ইত্যাদি ডাটা রাখা যায়
৫. মোবাইল রিসেট বা ফ্লাশ করার পর জিমেইল বা গুগল একাউন্ট দিয়ে সেট ওপেন করা যায়।
৬. অনলাইনে বিভিন্ন কাজ করা যায়। যেমনঃ ওয়েবসাইট ব্যবহার করতে হলে জিমেইল প্রয়োজন হয়।
৭. জিমেইল একাউন্ট দিয়ে বিশ্বের জনপ্রিয় গমস গুলো খেলা যায়।
প্রিয় পাঠক এই ছাড়া ও আরো অনেক অনেক কিছু করা যায় জিমেইলে। যা লিখে শেষ করতে পারবো না। কাজেই জিমেইল একাউন্ট খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ।
জিমেইল আইডি খোলার নিয়ম/ Gmail account খোলার নিয়ম
আপনি যদি জিমেইল বা Google একাউন্ট তৈরী করতে ইচ্ছুক। তাহলে সর্বপ্রথম আপনি আপনার স্মার্টফোন, ল্যাপটপ এমনকি কম্পিউটার যে কোনো একটি দিয়ে, একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে www.gmail.com লিখে সার্চ করবেন। তারপর Gmail Website এ গিয়ে নিচের ধাপ গুলো অনুসারণ করুন এবং জিমেইল একাউন্ট খুলুন।
প্রথম ধাপঃ
Gmail ওয়েবসাইটে যাওয়ার পরে, আপনি নিচের ছবির মতো একটা পেজ দেখতে পাবেন। এখানে আপনাকে জিমেইল অথবা নাম্বার দিয়ে লগইন করার জন্য দেওয়া আছে। যেহেতু আমরা নতুন জিমেইল একাউন্ট তৈরী করবো। সেহেতু তার জন্য এখানে থাকা Create account এ ক্লিক করবেন।
দ্বিতীয় ধাপঃ
আপনি Create account অপশনে ক্লিক করার পরে। ২টি অপশন আসবে, আপনি For myself ক্লিক করুন।
আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি যার নামে জিমেইল একাউন্ট খুলবেন তার নাম দিবেন। First name, Last name দিয়ে Next এ ক্লিক করুন।
তৃতীয় ধাপঃ
এই ধাপে আপনার জন্ম তারিখ দিবেন, Day, month, Year দিয়ে, নিছের ঘরে Gender দিবেন। মানে আপনি পুরুষ নাকি মহিলা। পুরুষ হলে male আর মহিলা হলে female দিবেন। তারপর next ক্লিক করবেন।
চতুর্থ ধাপঃ
এই ধাপে আপনি আপনার Username দিবেন। মানে আপনি আপনার জিমেইলটা কি নামে কেমন করে দিবেন। ইমেইল username টা সাজিয়ে দিয়ে। next ক্লিক করুন।
জিমেইল একাউন্ট তৈরী করার নিয়ম
পঞ্চম ধাপঃ
এই পেইজে Password এবং conform password দিয়ে Next বাটুনে ক্লিক করুন। পাসওয়ার্ড শক্তিশালী ভাবে দেওয়ার চেষ্টা করবেন। কমপক্ষে ৮ টি শব্দ বা ওয়ার্ড মিশ্রণ করে পাসওয়ার্ড দিবেন।
ষষ্ঠ ধাপঃ
এখন এই পেইজে phone number অথবা Recovery email address, দিতে বলবে। আপনি না দিয়ে এড়িয়ে যেতে পারবেন। কিন্তু আমি আগেই বলছি নাম্বার দিয়ে জিমেইল একাউন্ট তৈরী করা ভালো। যাইহোক আপনার মোবাইলে থাকে নাম্বারটি খালি ঘরে দিতে পারেন।
আর না হয় আপনার আগের তৈরী করা কোনো জিমেইল থাকলে দিতে পারেন। রিকবারি করার জন্য। আপনি যদি phone number দিয়ে থাকেন তাহালে সেই নাম্বার দিয়ে verify করতে হবে। এজন্য নাম্বার দিয়ে next অপশনে ক্লিক করুন।
সপ্তম ধাপঃ
Next এ বাটুনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে গুগল থেকে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি খালি ঘরে বসিয়ে দিবেন। তারপরে Verify তে ক্লিক করবেন।
অষ্টম ধাপঃ
ভেরিফাই করার পরে আপনার সামনে google terms & conditions দেখানো হবে। আপনি এটা পড়ার পরে নিচে থাকা I agree তে ক্লিক করবেন। তারপরে যদি কোনো অপশনে আসে তাহালে সেটা skip করে দিবেন।
আশা করি হয়ে গেলো আপনার জিমেইল বা গুগল একাউন্ট। এখন আপনি আপনার জিমেইল একাউন্ট দিয়ে তথ্য আদান প্রদান করতে পারবেন। মানে জিমেইল দিয়ে যে কাজ গুলো হয়, সব কাজ করতে পারবেন। তাহলে জেনে নিন জিমেইল একাউন্ট খোলার নিয়ম ।
সর্বশেষ কথা
আশা করি বুঝাতে পারলাম কিভাবে জিমেইল একাউন্ট তৈরী করা যায়। আপনি চাইলে একটি স্মার্টফোন বা ল্যাপটপে একাধিক জিমেইল একাউন্ট ব্যবহার করতে পারবেন। যে ভাবে জিমেইল একাউন্ট তৈরী করলেন, ঠিক আরো সহজে জিমেইল একাউন্ট ডিলেট ও করতে পারবেন।
যাইহোক যদি আমাদের আর্টিকেলটি ভালো লাগে, তাহলে আপনার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করুন। ভালো লাগলে আমাদের ওয়েবসাইট প্রতিদিন ভিজিট করে নতুন নতুন আফডেট কিছু জানুন।