টুইটার একাউন্ট খোলার নিয়ম | [ ২০২২ ]
বর্তমানে সবচেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। যা বিশ্বের অন্যতম জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। ফেসবুকর মতো আরো অনেক জনপ্রিয় যোগাযোগের মাধ্যম রয়েছে। তার মধ্যে একটি হলো টুইটার। তাই আজ আমি টুইটার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে লিখলাম।
ফেসবুক বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ঠিক আছে বুঝলাম। কিন্তু আরো অনেক জনপ্রিয় মাধ্যম রয়েছে। আপনি চাইলে সেই গুলো ব্যবহার করতে পারেন, খুব সহজে। জীবনে জানার অনেক কিছু রয়েছে। শিখার ও অনেক কিছু রয়েছে।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
টুইটার একাউন্ট খোলার নিয়ম
কারণ মানুষ দিন দিন অজানাকে জানতে চায়। আর নতুন নতুন জিনিস আবিষ্কার করে থাকে। তেমনি টুইটার একাউন্ট ব্যবহার করে অনেক কিছু জানতে পারেন। বর্তমানে টুইটার একাউন্ট ও জনপ্রিয়তা লাভ করতেছে।
টুইটার একাউন্ট ব্যবহার করে, আপনি খুব সহজে যোগাযোগ করতে পারবেন। আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারবেন। টুইটার একাউন্ট ব্যবহার করে, আমি নিজেই ও অনেক মজা পাই।
অনেকে আছে শুধু ফেসবুক নিয়ে পড়ে আছে। তারা এখনো এনালগ নিয়ে পড়ে আছে। তারা ডিজিটাল প্রযুক্তির বিষয় জানতে পারে নাই। তারা হয়তো জানে না এই পৃথিবীতে অনেক কিছু দেখার আছে। অনেক কিছু জানার ও আছে।
টুইটার একাউন্ট খোলার নিয়ম
মোট কথা হলো টুইটার একাউন্ট ও অনেক জনপ্রিয় মাধ্যম। অনেকে টুইটার একাউন্ট ব্যবহার করতে চায়। কিন্তু একাউন্ট খুলতে পারে না। তাই আজ আমি টুইটার একাউন্ট খোলার নিয়ম নিয়ে হাজির হলাম।
প্রিয় পাঠক, আপনি আমার আর্টিকেলটি স্টেপ বায় স্টেপ কনটিনিউ করতে থাকুন। ইনশাআল্লাহ আপনি টুইটার একাউন্ট খুলতে সক্ষম হবেন। এমনকি টুটার একাউন্ট ব্যবহার করার নিয়ম জানতে পারবেন। তাহলে শুরু করা যাক।
টুইটার একাউন্ট কি?
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। টুইটার ও ফেসবুকের মতো অনেক জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। অনেকটা ফেসবুকের মতোই টুইটার। টুইটার ও অনেক কিছু শিখার আছে। অনেক বিনোদন রয়েছে।
ফেসবুকের মতোই টুইটারে ছবি আপলোড করা যায়। বিশ্বের বড় বড় তারকাদের টুইটার একাউন্ট প্লো করা যায়। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায়। মোট কথা ফেসবুকের মতোই হচ্ছে টুইটার।
টুইটার একাউন্ট কিভাবে খোলা যায়?
Twitter একাউন্ট ২ ভাবে খোলা যায়। প্রথম নিয়ম হলো, আপনি গুগুল বা ক্রম বাউযারে Twitter.com সার্য করে একাউন্ট খুলতে পারবেন। দ্বিতীয় নিয়ন হলো, আপনি চাইলে খুব সহজে টুইটার apps ডাউনলোড করে একাউন্ট খুলতে পারবেন। টুইটার apps ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
টুইটার একাউন্ট / Twitter account
প্রথমে আপনি ক্রম ভাউযার বা গুগুলে সার্য বক্সে লিখুন Twitter.com। ২ টা অপশন আসবে। প্রথম অপশন হলো Sign up, আর দ্বিতীয় অপশন হলো Log in। যে হেহেতু আপনি নতুন একটি টুইটার একাউন্ট খুলতে চাইতেছেন। সেহেতু আপনি Sign Up এ ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনি দেখতে পারবেন নতুন একটি পেইজ। পেইজে নাম নাম্বার জন্ম তারিখ ৩ টি অপশন দেখাবে। আপনি এখানে দেয়া ইনফরমেশন গুলো পূরণ করতে হবে।
প্রথম অপশনঃName– খালি জায়গায় আপনি টুইটার একাউন্টের যে নাম দিতে চান সেই নামটি সিলেক্ট করে নিন। সুন্দর নাম দিবেন।
দ্বিতীয় অপশনঃPhone– খালি জায়গায় আপনাকে আপনার ব্যবহৃত একটি ফোন নাম্বার দিতে হবে। সিম নাম্বারটি আপনার মোবাইলে থাকলে ভালো হবে। মনে রাখবেন আপনার কান্ট্রি কোডসহ ফোন নাম্বারটা দিতে হবে।
কান্ট্রি কোড না দিলে কাজ হবে না। অনেকে কান্ট্রি কোড না দিয়ে নাম্বার দেয়, কিন্তু হচ্ছে না। তাই আবার ও বলে দিয়েছি, নাম্বারের আগে কান্ট্রি কোড দিয়ে নাম দিবেন। যেমন উদাহরণ বুঝে নিন। আপনি বাংলাদেশের হলে, বাংলাদেশে ব্যবহৃত কান্ট্রি কোড সহ আপনার নাম্বারটি এভাবে দিতে হবে +88018406421XX ।
টুইটার একাউন্ট খোলার সহজ নিয়ম
অনেকে নাম্বার দিয়ে একাউন্ট খুলতে সমস্যা বোদ করে থাকে। চিন্তার কোনো কারন নাই। আপনি চাইলে আপনার একটি ইমেল বা জিমেল দিয়ে টুইটার একাউন্ট খুলতে পারবেন। আপনি একটা অপশন দেখতে পাবেন Use Email instead ঐ জায়গায় ক্লিক করুন।
তৃতীয় অপশনঃ Date of birth – এই জায়গায় আপনার সঠিক জন্ম তারিখ দিতে হবে। তারপরে উপরে দেয়া Next বাটনটিতে ক্লিক করতে হবে। আশা করি আপনি কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন।
তারপর আপনি যে ফোন নাম্বার কিংবা ইমেইল দিয়েছিলেন এতে একটি ভেরিফিকেশন Code যাবে। আপনাকে অবশ্যই ওই জিমেইল কিংবা কোন নাম্বার থেকে ওই ভেরিফিকেশন কোড কালেক্ট করে নিতে হবে। আপনার মোবাইলের ম্যাসেজ বক্স থেকে।
একটি ভেরিফিকেশন কোড দেওয়ার ঘর আসবে, ঐ ঘরে কোড বসিয়ে দিয়ে ওকে ক্লিক করবেন। অনেকের ক্ষেত্রে অটোমেটিক কোড বসে যায়। এবার অবশ্যই আপনাকে ওই টুইটার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড নির্বাচন করতে হবে।
আরো পড়ুনঃ
ইনস্টাগ্রাম একাউন্ট খোলার নিয়ম
ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার নিয়ম
টুইটার একাউন্টের জন্য কেমন পাসওয়ার্ড দিবে?
পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আর আপনার পাসওয়ার্ডটি কে স্ট্রং করার জন্য। নিচে দেওয়া সংকেত বা সংখ্যা গুলো ব্যবহার করতেন পারেন।
আপনার মনে রাখার মতো পাসওয়ার্ড এর সাথে এই গুলো ব্যবহার করতে পারেন @#%&*+?/;ঃ'”!~<>। তাহলে আপনার পাসওয়ার্ড খুবই শক্তিশালী হবে।
আশা করি আপনার টুইটার একাউন্ট তৈরি করা হয়ে গেছে। এবার আপনাকে অবশ্যই আপনার টুইটার একাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। ছবিটা সুন্দর হলে ভালো হবে।
আপনি চাইলে কভার ছবি ও দিতে পারবেন। আর আপনার নিজের মনের মতো প্রোফাইল সাজাতে পারবেন। আপনার সকল পরিচয় দিয়ে প্রোফাইল টা সাজাতে পারবেন।
Twitter অ্যাপস ব্যবহার করে ও এই ভাবে খুব সহজে একাউন্ট খুলতে পারবেন। নিয়ম একই রকম।
সর্বশেষ কথা
আশা করি আপনাকে বুঝাতে পারলাম। কিভাবে আপনি টুইটার একাউন্ট খুলতে হয় ১০০% আপনি পারবেন। নিজে নিজে কন্টিনিউ করতে থাকেন। আপনার বন্ধুদের খোজ করে প্লো করুন।
তারোকাদের প্লো করতে থাকুন। নতুন নতুন ছবি আপলোড দিন, তারকা দের পোস্টে লাভ রিয়েক্ট বা কমমেন্ট করুন। আপনি ও টুইটারে সেলিব্রিটি হয় যাবেন আশা করি। আবার সমস্যা বোধ মনে করলে টুইটার একাউন্ট সহজ ভাবে বন্ধ করতে পারবেন। বন্ধ করার নিয়ম অন্য একটি পোস্টে রয়েছে আমাদের সাইটে। যদি ভালো লাগে কমমেন্ট করে জানাবেন।