নগদ একাউন্ট দেখার নিয়ম | কোড ও অ্যাপে
বর্তমানে বিকাশের মতো, নগদ একাউন্ট ও লেনদেনের জন্য খুবই জনপ্রিয় হতে যাচ্ছে। যতদিন যাচ্ছে ততই নগদ একাউন্ট ব্যবহার কারী বাড়তেছে। কিন্তু অনেকে নগদ একাউন্ট ব্যবহার করে, তবে টাকা লেন দেন করতে পারে না। আবার অনেকে নগদ একাউন্ট দেখার নিয়ম জানে না। তাই আজকের আর্টিকেল হলো, নগদ একাউন্ট দেখার নিয়ম । তাহলে আর দেরি না করে নগদ একাউন্ট দেখার নিয়ম জেনে নিন।
আপনি যেহেতু নগদ একাউন্ট ব্যবহার করছেন, তাহলে নগদ একাউন্টের নিয়ম কানুন জেনে নিন। অনেকে নগদ একাউন্ট ব্যবহার করে থাকে, কিন্তু টাকা উঠানোর সময় দোকানদার বা অন্যর কাছে নিয়ে যায়। দোকানদার অসাধু মানুষ হলে, আপনার একাউন্ট হ্যাক করার ঝুকি থাকতে পারে। তাই মূলত যেহেতু নগদ ব্যবহার করছেন, তাহলে নগদে কত টাকা আছে, দেখার নিয়য়টা জেনে নিন।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
নগদ একাউন্ট দেখার পদ্ধতি
নগদ একাউন্ট ব্যবহার করছেন ভালো কথা। কিন্তু নগদে আপনার কতটাকা আছে বা নাই, আপনার জানা খুবই প্রয়োজন। মনে করেন হঠাৎ আপনি কোথাও ঘুরতে বের হলেন, কিন্তু আপনার পকেটে টাকা শেষ। তখনতো একটা ভরষা নগদ একাউন্টে টাকা আছে, কিন্তু কত টাকা আছে আপনি জানেন না।
এতে আপনি কোনো না কোনো বিপদে পড়তে পারেন। অনেকে নিজের নগদ একাউন্ট দেখার জন্য, অন্যর কাছে দিয়ে থাকে। এটা কিন্তু ঠিক নয়। আপনি যাকে নগদ একাউন্ট চেক করতে দিয়েছেন, সেই যদি ভালো মানুষ না হয়। তাহলে আপনি বিপদে অবশ্যই পড়বেন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
তাই নিজের নিজের নগদ একাউন্ট নিজেই চেক করুন। নিজের নগদ একাউন্টের পিন অন্যর কাছে কেনো দিবেন? যে নিজের নগদ একাউন্টের পিন কোড অন্যকে বলে, সেই জেনো নিজের পায়ে নিজে কুড়াল মারলো।
মোট কথা নগদ একাউন্ট ব্যবহার করছেন, তাহলে নগদে কতটাকা আছে, সেই নিয়মটা আপনার জানা জুরুরি। তাহলে আর দেরি না করে নগদ একাউন্ট দেখার নিয়ম জেনে নিন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
মূলত নগদ একাউন্টে দুই ভাবে টাকা চেক করা যায়। নিম্নে দেওয়া হলো, নগদ একাউন্ট দেখার নিয়ম।
১. ইউএসএসডি ডায়েল করে, মানে *167# কোড ব্যবহার করে নগদ একাউন্টের সব কিছু দেখা যায়।
২. নগদ অ্যাপসের মাধ্যমে নগদে কতটাকা আছে, খুব সহজে দেখা যায়। এমনকি নগদ একাউন্ট দেখার নিয়ম দেখা যায় খুব সহজে।
আরো পড়ুন
*167# ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার কোড *167# ডায়াল করুন।
ডায়াল করার পর নিচের ছবির মতো একটি পেজ আসবে, যেখানে ৮টি অপশন রয়েছে।
Cash Out – টাকা উঠানোর অপশন
Send Money – কাউকে টাকা পাঠানোর জন্য ( এক একাউন্ট থেকে অন্য নগদ একাউন্টে টাকা পাঠাতে পারবেন)
Mobile Recharge – বাংলাদেশের যেকোনো নাম্বারে রিচার্জ করতে পারবেন
Payment – বিভিন্ন কেনাকাটায় অনলাইন পেমেন্ট সিস্টেম থাকে যেখানে নগদের এই অপশন দিয়ে পে করা যায়
Bill Pay – বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি, ব্যাংক, ইন্টারনেট, ইত্যাদি বিল পরিশোধ করা যায়
Shadhin Pay / MFI – বিভিন্ন ভলান্টিয়ার সংগঠনে অনুদান করতে পারবেন
My Nagad – ব্যালেন্স দেখার জন্য এই অপশন সিলেক্ট করতে হয়
Pin Reset – আপনার একাউন্টের নিরাপত্তার জন্য পুরাতন পিন (পাসওয়ার্ড) পরিবর্তন করতে এই অপশন সিলেক্ট করতে হবে।
নগদ অ্যাপ দিয়ে নগদ একাউন্ট দেখার নিয়ম
অ্যাপস ব্যবহার করে একাউন্ট দেখতে হলে সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে একটি সচল নগদ একাউন্ট। এমনকি প্রয়োজন হবে একটি এন্ড্রয়েড স্মার্ট মোবাইল।
প্রথমে আপনার মোবাইলের ডাটা ওপেন করুন। তারপর আপনার স্মার্টফোনটি হতে আপনাকে গুগল প্লে স্টোরে প্রবেশ করতে হবে। গুগল প্লে স্টোরে প্রবেশ করার পরে আপনাকে সেখানে নগদ লিখে সার্চ দিতে হবে। এরপরে সেখানে নগদ অ্যাপস আসবে। আপনি নগদ অ্যাপস টি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
নগদ একাউন্ট চেক করার জন্য, আপনার নগদ অ্যাপটি ওপেন করে ৪ ডিজিটের পিন দিয়ে লগইন করুন। লগইন করার নিচের ছবির মতো একটি পেজ চলে আসবে যেখানে, আপনার সকল প্রয়োজনীয় কাজ করতে পারবেন।
Tap Balance : অপশনে ক্লিক করলে নগদ একাউন্টে কত টাকা আছে তা জানতে পারবেন।
Send Money : এখানে ক্লিক করে অন্য কোনো ব্যবহারকারীকে টাকা পাঠাতে পারবেন।
Cash Out : নগদ থেকে টাকা উঠানোর জন্য এখানে ক্লিক করতে হবে।
Mobile Recharge : নগদ থেকে রিচার্জ করতে পারবেন।
Add money : কার্ড বা ব্যাংক থেকে নগদে টাকা আনতে পারবেন।
ইন্স্যুরেন্স: ইন্স্যুরেন্স করতে পারবেন।
এছাড়াও নিচের লাইনে রয়েছে বিভিন্ন বিল পে, মারচেন্ট পে, টান্সফর মানি, নগদ মেলা, ডোনেট ও ইনকাম ট্যাক্স দেওয়ার সুযোগ।
*167# ডায়াল করে নগদ স্টেটমেন্ট দেখার নিয়ম
- নগদ কোড *167# লিখে ডায়াল করুন
- My Nagad অপশনের জন্য লিখে 7 সেন্ড করুন, এবং পরবর্তীতে
- Mini Statement এর জন্য 2 লিখুন
- এবার আপনার একাউন্ট পিন লিখলেই নগদ স্টেটমেন্ট দেখতে পারবেন
সর্বশেষ কথা
আপনি যখন কোড ব্যবহার করে নগদ একাউন্ট দেখবেন, তখন আপনাকে কিছু সময় দিবে। ঐ সময়ের মধ্যে কোড বা সংখ্যা Send করতে হবে। আর যদি দেরি হয়, তাহলে পুনরায় *167# ডায়েল করে নগদ একাউন্ট দেখতে হবে।
তাহলে আশা করি বুঝাতে পারলাম নগদ একাউন্ট দেখার নিয়ম। নগদ একাউন্ট নিয়ে আরো বিভিন্ন তথ্য পাওয়ার জন্য, আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।