নবম শ্রেণির ১৫ তম সাপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সমাধান| ২০২১
প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম, ৯ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্টের সমাধান। দেশের অনেক শিক্ষার্থী গুগলে বা ইউটুবে গনিত এ্যাসাইনমেন্ট সমাধান খুঁজে থাকে। আজ আমার আর্টিকেলটি তাদের জন্য। যারা নবম শ্রেণিতে পড়ে লেখা করে শুধু তাদের জন্য এই এ্যাসারমেন্টি। তাহলে জেনে নিন নবম শ্রেণির ১৫ তম সাপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট ।
৯ম শ্রেণির ১৫তম সাপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে অনেকে চিন্তিত থাকে। অনেকে সারাদিন গুগলে খুঁজে থাকে গণিতের সমাধান। কিন্তু সঠিক নিয়মে খুজে পায় না গণিতের সমাধান। চিন্তার কোনো কারণ নাই। আজ আমি নবম শ্রেণির ১৫ তম সাপ্তাহের গণিত অ্যাসাইমেন্ট সঠিক নিয়ম লিখলাম।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
নবম শ্রেণির ১৫ তম সাপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট
প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা অবগত আছো যে, মাত্র কিছু দিন আগে সকল ধরনের স্কুল প্রতিষ্ঠান খোলা হয়েছে। কিন্তু প্রতিদিন ক্লাস হবে না। যারা এসএসসি এবং এইচএসসিতে আছে, মানে যারা ২০২১ এবং ২০২২ সালের পরীক্ষার্থী। তাদের সাপ্তাহের ৬ দিন ক্লাস হবে। বাকিদের ১ দিন অথবা ২ দিন করে ক্লাস হবে।
সেই অনুযায়ী এ্যাসাইনমেন্ট চলতে থাকবে। তাই এ্যাসাইনমেন্টের প্রতি গুরুত্ব দিতে হবে। মনোযোগ সহ কারে গণিত এ্যাসাইনমেন্ট লিখতে হবে।
তাহলে শুরু করা যাক ১৫ তম সাপ্তাহের গনিত এ্যাসাইনমেন্টের সমাধান নবম শ্রেণির।
নবম শ্রেণির ১৫ তম সাপ্তাহের গণিত এ্যাসাইনমেন্ট
৯ম শ্রেণির ১৫ তম সাপ্তারে গণিত এ্যাসাইমেন্টের প্রশ্ন। নিম্নে দেওয়া হলো।
১. কাঠের বাক্সের দৈর্ঘ্যের ৩ বায় ১ অংশের সমান পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁক। (অঙ্কনের চিহ্ন আবশ্যক)
২. একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন কর যার, অতিভুজ কাঠের বাক্সের দৈর্ঘ্যের ৬ বায় ১ অংশ এবং ভূমি, কাঠের বাক্সের প্রস্থের। ৪ বায় ১ অংশের সমান। (অঙ্কনের চিহ্ন আবশ্যক)
৩. একটি বর্গক্ষেত্র অংকন করো, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কাঠের বাক্সের প্রস্থের ৪ বায় ১ অংশের সমান। ( অংকনের চিহ্ন আবশ্যাক)
৪. কোনাে চতুর্ভুজের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে কাঠের বাক্সের দৈর্ঘ্যের ৫ বায় ১ অংশ এবং প্রস্থের এ ৪ বায় ১ অংশের সমান হলে, চতুর্ভুজটি অঙ্কন কর। (অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
Class 9 Math Assignment Answer 15th week 2021
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু
ক. ত্রিভুজ অঙ্কন।
খ. চতুর্ভুজ অঙ্কন।
আরো পড়ুনঃ
হাতের লেখা সুন্দর করার নিয়ম
নির্দেশনা
১. পরিসীমাকে তিনভাগে বিভক্ত করে, পরিসীমার ৩ বায় ১ অংশের সমান করে সমবাহু ত্রিভুজটি আঁকবে।
২. কাঠের বাক্সের দৈর্ঘ্য ও প্রস্থ এর নির্ধারিত খন্ডাংশ সঠিকভাবে নির্ণয় করবে।
৩. অঙ্কনের ধারাবাহিক বিবরণ দিবে।
মূল্যায়ন রুব্রিক্স:
১. সঠিক প্রক্রিয়ায় পরিসীমা বিভক্ত হওয়া।
২. কাঠের বাক্সের দৈর্ঘ্য ও প্রস্থ এর নির্ধারিত খন্ডাংশ নির্ণয়ের সঠিকতা।
৩. চিত্র অঙ্কনের নির্ভূলতা।
৪. অঙ্কনের সঠিক বর্ণনা।
১৫ তম সাপ্তাহের গণিত এসাইনমেন্ট ৯ম শ্রেণির
নবম শ্রেণির ১৫ তম সাপ্তাহের গনিত এ্যাসাইনমেন্ট সমাধান শুরু
এই ছিলো তোমাদের ১৫ তম সাপ্তাহের গণিত এ্যাসাইনমেন্ট।
আরো পড়ুনঃ
বীজগণিত ও পাটিগণিতের সূত্র সমূহ ( ৬ষ্ঠ – ১০ম শ্রেণির)
সর্বশেষ কথা
কোনো রকম ঝামেলা ছাড়াই ৯ম শ্রেণির ১৫ তম সাপ্তাহের এসাইনমেন্ট লিখতে পারো। এই ছাড়া আরো জেনে নিন, নবম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা ১৫ তম সাপ্তাহের সমাধান।