পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে |আগামীকাল থেকে মাহে রমজান
আলহামদুলিল্লাহ বাংলাদেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান। সবাই মাহে রমজান এর পবিত্রতা রক্ষা করুন। আজ থেকে সবাই বেশি বেশি করে নামাজ পড়ুন। এবং কোরআন তেলোয়াত করুন।
কারন এই রমজান মাসে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তায়ালা হয়তো এই রমজান এর কারনে আমাদেরকে মহামারী করোনা থেকে রক্ষা করবে।
রমজান মাসের কিছু ফজিলত
এ মাসের যে সকল ফজিলত রয়েছে তা হল :
এ মাসের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকনের সম্পর্ক রয়েছে ; আর তা হলে সিয়াম পালন।
হজ যেমন জিলহজ মাসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে সে মাসের মর্যাদা বৃদ্ধি করেছে এমনি সিয়াম রমজান মাসে হওয়ার কারণে এ মাসের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন : হে মোমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর-যাতে তোমরা মুত্তাকি হতে পার। [সূরা বাকারা : ১৮৩]
রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : ইসলাম যে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার একটি হল সিয়াম পালন। এ সিয়াম জান্নাত লাভের একটি মাধ্যম ;
যেমন হাদিসে এসেছে : যে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনল, সালাত কায়েম করল, জাকাত আদায় করল, সিয়াম পালন করল রমজান মাসে, আল্লাহ তাআলার কর্তব্য হল তাকে জান্নাতে প্রবেশ করানো। [ বোখারি ]
রমজান এর ফজিলত সম্পর্কে জানতে আমাদের সাইটে ভিজিট করুন বাংলা ব্লগার ডট ইনফো