ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম |ফেক আইডি নষ্ট করুন
বর্তমানে ফেসবুক পৃথিবীর সব থেকে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট। বিশ্বের সব দেশের কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। ফেসবুকে যেমন অনেক ভালো কাজে ব্যবহার করা হয়। তেমনি ফেসবুক খারাপ কাজে ও ব্যবহার করা হয়। এই খারাপ কাজ করার জন্য ফেক আইডি খুলে থাকে। তাই ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম জেনে নিন।
আমাদের দেশের অনেক ফেসবুক ব্যবহার কারি আছে। তারা দেশের এবং বিদেশের খোঁজ খবর রাখার জন্য ব্যবহার করে। আবার অনেকে ফেসবুক ব্যবহার করে সিলেব্রেটি হওয়ার জন্য। আবার দেখা যায় অনেকে ফেসবুক ব্যবহার করে, প্রেম বা ভালোবাসা করার জন্য।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম
কিন্তু বর্তমানে ফেসবুক অনেক কিছুতে জনপ্রিয়। ফেসবুকে ছবি আপলোড দিয়ে ব্যবহার কারিরা অনেক মজা পায়। তেমনি দেশ বিদেশের খোঁজ খবর খুব তারাতাড়ি পেয়ে থাকে। এই রকম আরো অনেক কিছু নিয়ে ফেসবুক খুব তারাতাড়ি জনপ্রিয়তা লাব করছে।
ফেসবুক ব্যবহার করে যেমন উপকার আছে, তেমনি অপকার ও আছে। এই সুন্দর সামাজিক মিডিয়াকে দূষণ করার জন্য, কিছু ফেসবুক ব্যবহার কারি রয়েছে। তারা বিভিন্ন খারাপ নাম দিয়ে ফেসবুক আইডি খুলে থাকে। এমনকি আনকমন কিছু নাম দিয়ে ফেসবুক একাউন্ট খুলে থাকে, যাতে কেউ না চিন্তে পারে।
এই অসাধু মানুষ গুলো একাধিক ফেক একাউন্ট খুলতেছে। দিন দিন ফেসবুক দূষণ করছে। তারা তাদের ফেক আইডিতে খারাপ এবং অশালীন ছবি আপলোড করে। আবার খারাপ কিছু কনটেন আপলোড করে থাকে।
ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম
প্রিয় পাঠক গন চিন্তার কোনো কারন নেই। এই সব ফেক আইডি খারাপ ছবি এবং কনটেন্ট। রিপোর্ট করার নিয়ম খুব সহজে জেনে নিন। ফেসবুক ফেক আইডি কিভাবে রিপোর্ট করবেন? আমার আর্টিকেলটি তা নিয়ে লিখলাম।
আমার এই আর্টিকেলে বিস্তারিত খুব সহজে জেনে নিন। ফেসবুক রিপোর্ট কি, কিভাবে রিপোর্ট কাজ করে। কিভাবে অন্যের সাহায্য ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম জেনে নিন।
ফেসবুক রিপোর্ট কি?
বাংলাদেশ সহ সারা বিশ্বের কোটি কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। এতে প্রতিদিন কোটি কোটি ছবি, ভিডিও আপলোড করে ফেসবুক ব্যবহার কারিরা। প্রতিদিন কোটি কোটি কনটেন্ট দেওয়া হয় ফেসবুকে।
এতে অনেক অসাধু লোক জন খারাপ ভিডিও বা ছবি আপলোড দিয়ে থাকে। ফেক আইডির মাধ্যমে। অনেক খারাপ কনটেন আপলোড করা হয়। অনেকেরে এসএমএস করে কল দিয়ে বিরক্ত বোধ করে।
এতো কোটি কোটি ফেসবুক কনটেন্ট রিভিউ করা ফেসবুক কোম্পানির অসম্ভব। তখন কাজে আসে এই রিপোর্ট। আপনার আর আমার মত ভালো ফেসবুক ব্যবহার কারী ঐ সব ফেক আইডি রিপোর্ট করতে পারি।
যখন আপনার মতো একাধিক লোক জন ফেসবুক ফেক আইডিতে রিপোর্ট করবে। তখন ফেসবুক কোম্পানি খুব তাড়াতাড়ি বুজতে পারবে। এবং ঐ আইডি ব্যন্ড করে দিবে।
অন্যের ফেসবুক আইডি নষ্ট করার উপায়
আপনি চাইলে ফেসবুকে রিপোর্ট বিভিন্ন ভাবে করতে পারবেন। কোন ইন্ডিভি জুয়াল একাউন্ট যদি অনবরত খারাপ পোস্ট করে যাচ্ছে। সেই একাউন্টে এর বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন। কোনো আনকমন ফেসবুক একাউন্ট থেকে, খারাপ ছবি আসলে রিপোর্ট করতে পারবেন।
আবার কোন সিঙ্গেল পোস্টর উপর রিপোর্ট করতে পারবেন। যেমন কারো অনুমুতি ছাড়া, তার পার্সোনাল ফটো বা ভিডিও ফেসবুকের মধ্যে শেয়ার করা হয়েছে। আপনি রিপোর্ট করে সেই শেয়ার রিমুভ করতে পারবেন।
এমনকি কারো মান সম্মানে আগাত আসতে পারে, ঐ আইডিতে রিপোর্ট করুন। ইসলামি কোনো ধর্মীয় কোনো বাজে কনটেন বা ছবি দেখলে রিপোর্ট করতে পারেন।
তাহলে চলুন, নিচে আমি বিস্তারিত দিয়েছি কিভাবে রিপোর্ট করবেন।
ফেসবুক রিপোর্ট কিভাবে কাজ করে?
আপনি ফেসবুকে যখন কোনো ফেক আইডি, বা অন্য কিছু রিপোর্ট করবেন। মনে করবেন আপনার রিপোর্ট কাজ করতে ও পারে, নাও পারে। কারন যখন ফেসবুক কোম্পানির কাছে আপনার রিপোর্ট যায়।
আর তখন ফেসবুক কোম্পানি সেটির রিভিউ করে। এমনকি তারা যাচাই বাচাই করে। বিভিন্ন তথ্য খুজতে থাকে। তাদের কাছে ফেক মনে হলে, তারা আইটি ডিজেবল বা বন্ধ করে দেয়। আর তাদের কাছে ভালো মনে হলে, তারা কিছুই করে না।
আপনি একটা ফেক আইডিতে রিপোর্ট করলে ভয় পাবেন না। কারন ফেসবুক কোম্পানি, যে রিপোর্ট করে তার পরিচয় গোপন রাখে। এমনকি তার নাম বা কোন পার্সোনাল ইনফরমেশন ফেসবুক শেয়ার করা না। সেটা সম্পূর্ণ গোপনীয় থাকে।
আরো পড়ুনঃ
ছেলে ও মেয়েদের রোমান্টিক ফেসবুক আইডির নাম
ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার নিয়ম
ফেসবুক একাউন্ট বন্ধ করার নিয়ম
ফেক ফেসবুক আইডি নষ্ট করার উপায়/ fake facebook id report
বর্তমানে আমাদের সমাজের লোকজন, একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে। ছেলেরা মেয়ের নাম দিয়ে ফেসবুক ব্যবহার করে। আবার মেয়ের নাম দিয়ে ফেসবুক ব্যবহার করে থাকে। কেউ কেউ মানুষকে ধোকা দেওয়ার জন্য একাধিক ফেক আইডি ব্যবহার করে।
আবার অনেকে একাধিক ফেক আইডি ব্যবহার করে, মানুষকে বোকা বানায়। অনেক ছেলে মেয়ে সেজে, মেয়েদেরকে ব্যলাকমিল করে থাকে। আপনি মাত্র ৩টি স্টেপ ব্যবহার করে, ফেক আইডি রিপোর্ট করতে পারবেন।
তাহলে চলুন ৩টি স্টেপ বায় স্টেপ জেনে নিন, খুব সহজে।
ফেসবুক একাউন্ট রিপোর্ট করে বন্ধ করার নিয়ম
আপনি চাইলে খুব সহজে ৩ টি স্টেপ ব্যবহার করে রিপোর্ট করতে পারবেন। সব ভুয়া ফেক আইডি বন্ধ করতে পারবে। আপনি সহজে বুঝার জন্য নিচে ছবি সহ দেখালাম।
রিপোর্ট করার প্রথম ধাপঃ
প্রথমে আপনি যে আইডির বিরুদ্ধে রিপোর্ট করতে চান। মানে যাদের ভুয়া বা ফেক আইডি রয়েছে। তার ফেসবুক প্রোফাইল ওপেন করুন।
রিপোর্ট করার দ্বিতীয় ধাপঃ
তারপর আপনি ডানদিকে ৩টি ডট দেখতে পাবেন। ছবিতে দেখানো আছে। সেখানে টাচ করে সেই প্রোফাইল সেটিং ওপেন করুন। সেখানে প্রথম অপসন ” Find Support or Report Profile ” টি ওপেন করুন।
রিপোর্ট করার তৃতীয় ধাপঃ
এবার আপনি কি সমস্যার কারনে এই প্রোফাইলে রিপোর্ট দিতে চান। সেই কারণ টি সিলেক্ট করুন।
যেমন- fake একাউন্ট হলে সেটি সিলেক্ট করুন। অথবা অন্যের নাম ব্যবহার করলে, pretending to be someone অপসন টি সিলেক্ট করতে হবে। তারপর next করুন।
আপনার রিপোর্ট দেওয়া হয়ে গেছে। এবার ফেসবুক কোম্পানি তার আইডি রিভিউ করে বিবেচনা করবে। আপনি রিপোর্ট done একটা ম্যাসেজ দেখতে পাবেন।
ফেক ফেসবুক পেইজ রিপোর্ট করার নিয়ম
ফেসbook এর মতোই লক্ষ লক্ষ মানুষ ফেসবুক পেইজ ব্যবহার করে থাকে। কেউ ব্যবসা করার জন্য ব্যবহার করে। আবার কেউ ওয়েবসাইট ব্যবহার করার জন্য পেইজ ব্যবহার করে।
বর্তমানে বেশির ভাগ দেখা যায় মানুষ জনপ্রিয়তা হওয়ার জন্য, পেইজ ব্যবহার করে থাকে। কিন্তু ফেসবুকের মতোই অনেকে আবার একাধিক পেইজ ব্যবহার করে থাকে। অনেকে খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করে।
আবার অনেকে ফেসবুক পেইজ দূষণ করার জন্য, খারাপ কনটেন আপলোড করে।
ফেক পেইজে ফেক নিউজ পাবলিশ করে। পর্নোগ্রাফি বা এডাল্ট কনটেন্ট পোস্ট করা। এতে ছোট ছোট ছেলে মেয়েরা খারাপ দিকে বৃদ্ধি পাচ্ছে।
আরো পড়ুনঃ
সামাজিক গ্রুপের নাম
আনকমন ফেসবুক পেইজের নাম
ফেসবুক গ্রুপের সুন্দর রোমান্টিক নাম
How to report facebook page/ পেইজ রিপোর্ট করার নিয়ম
Fb ফেক আইডি যে ভাবে রিপোর্ট করবেন। সেম একই ভাবে সেই রকম ৩ টি ধাপে পেইজ রিপোর্ট করতে পারবেন। তাহলে চলুন ৩ টি ধাপ দেখাই।
প্রথম ধাপঃ
সেম আগের মতোই। আপনি যে ফেক পেইজ রিপোর্ট করবেন সেটি আপনি ওপেন করুন। ৩টি ডট এ টাচ করুন।
দ্বিতীয় ধাপঃ
তারপর “find support or Report page” অপসন এ টাচ করুন।
তৃতীয় ধাপঃ
আপনি যে সমস্যার কারনে রিপোর্ট দিতে চান। সেই কারণ টি সিলেক্ট করুন। তারপর next করে দিন।
আশা করি আপনার রিপোর্ট সাবমিট হয়ে গেলো।
ফেসবুক খারাপ ভিডিও যেভাবে রিপোর্ট করবেন
Facebook আইডি অথবা পেইজ একাউন্ট যেভাবে রিপোর্ট করবেন। ঠিক সেই ভাবেই খারাপ ভিডিও এবং কনটেন্ট রিপোর্ট করতে পারনেন। যেমন-অ্যাডাল্ট, পৰ্ণগ্ৰাফি ভিডিও, মিথ্যা নিউস ইত্যাদি। এই রকম ভিডিও গুলি যে ভাবে রিপোর্ট করবেন জেনে নিন।
আগের মতোই ৩ টি ধাপে রিপোর্ট করতে পারবেন।
প্রথম ধাপঃ খারাপ ভিডিও টিতে ক্লিক করুন। তারপর উপরে দিকে ৩ টি ডট আছে। ওখানে টাচ করুন। তাপর find support or report video তে টাচ করুন।
তারপর যে কারণে ভিডিও টে রিপোর্ট দিতে চান। সেই সমস্যা টি সিলেক্ট করুন। তারপর next করে দিন।
সম্পূর্ণ হয়ে গেলো আপনার রিপোর্ট করা। আমার স্কিনসোট ছবি গুলো প্লো করুন, খুব সহজে বুঝতে পারবেন।
ফেক ফেসবুক গ্রুপ রিপোর্ট করার নিয়ম
আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন। তখন যদি দেখেন কোনো ভাজে গ্রুপে আপনি এড হয় গেলেন। আপনি সেই গ্রুপ থেকে লিব নিয়ে সরে আসতে পারবেন। আর আপনি যদি কোনো গ্রুপ দেখে মনে হয়, এটি ফেসবুক পরিবেশ দূষণ করবে।
তখন আপনি রিপোর্ট করে দিন। হয়তো আপনার রিপোর্ট ঐ ভাজে খারাপ গ্রুপটি নষ্ট হয়ে যাবে। মনে রাখবে ঐ খারাপ গ্রুপে যতজন এডমিন আছে। গ্রুপ নষ্ট হলে এডমিনদের ফেসবুক আইডি ও শেষ।
আপনি উপরে ৩ টি ধাপ অনুযায়ী ফেক গ্রুপ একাউন্ট বন্ধ করতে পারবেন। আপনি কোনো ফেক ফেসবুক গ্রুপ রিপোর্ট করতে চাইলে। উপরের নির্দেশনা অনুযায়ী করুন।
কেউ আপনার নাম ছবি দিয়ে ফেসবুক আইডি ব্যবহার করলে কি করবেন
পৃথিবীতে অসংখ্য নাম রয়েছে। তেমনি আপনার নামের মতো লক্ষ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করে। আপনি ফেসবুকে সার্চ করে দেখুন। আপনার নামে হুবাহুব অসংখ্য ফেসবুক আইডি রয়েছে।
কিন্তু আপনার ছবির মতো তো হুবাহুব কেউ নেই। আপনার চেহারার সাথে কিছু মিল থাকতে পারে। কিন্তু সয়ং সম্পূর্ণ মিল হবে না।
হয় তো কেউ যদি আপনার আইডি থেকে ছবি সংগ্রহ করে নিয়ে থাকে। এমনকি ঐ ছবি গুলো দিয়ে ফেক আইডি খুলে থাকে। আপনাকে কোনো ঝামেলায় পলতে চায়। আপনি ঐ নতুন ফেক আইডিতে রিপোর্ট করুন। আপনার আশে পাশে যারা আছে, তাদের মোবাইল দিয়ে ও করুন।
আপনার বন্ধু বান্ধবীদের সবাইকে রিপোর্ট করতে বলুন। একাধিক রিপোর্ট পড়লে আশা করি বন্ধ হয়ে যাবে। আমাদের সমাজে এই রকম অনেক অসাধু মানুষ রয়েছে। তারা মানুষকে ধোকা দেওয়ার জন্য এবং টাকা নেওয়ার জন্য।
এমনকি মান হানি করার জন্য এই রকম ফেক আইডি খুলে থাকে। আশা করি বুজতে পারছেন।
তারাতাড়ি ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম
যে ফেসবুক একাউন্ট রিপোর্ট করে নষ্ট করতে চান। আগে আপনি নিজে রিপোর্ট করুন। তারপর আপনার বন্ধু বান্ধবী সবাইকে বলবেন রিপোর্ট করার জন্য। আপনি সবাইর কাছে, ঐ ফেক আইডির লিংক সেয়ার করে দিন।
যখন একটা ফেক আইডি বা পেইজ, এমনকি গ্রুপে একাধিক রিপোর্ট করা হয়। ফেসবুক কোম্পানি ঐ রিপোর্ট খুব তারাতাড়ি দেখে। এবং তারা মনে করে এতো গুলো রিপোর্ট যেহুতু আসলে। নিশ্চয় তা ফেক আইডি, তারা এটা ছিন্তা করে আইডি ডিজেবল করে দেয়। তাহলে আশা করি বুজতে পারছেন।
শেষ কথা
প্রিয় পাঠক গন, তাহলে আপনাদেরকে বুঝাতে পারলাম। কিভাবে ফেক আইডি, ফেক পেইজ, ফেক গ্রুপ এবং ভিডিও রিপোর্ট করার নিয়ম। আশা করি খুব সহজে জানতে পারছেন।
তবে সর্বশেষে একটি সর্তক বার্তা বলে যাই। কেউ কারো ফেসবুক আইডি বা অন্য কিছুতে, ইচ্ছে কৃত ভাবে রিপোর্ট দিবেন না। এতে হয়তো আপনার ও সমস্যা হতে পারে। হয়তো ফেসবুক কোম্পানি আপনার আইডিতে এ্যাকশন নিতে পারে।