ফেসবুক গ্রুপের সুন্দর রোমান্টিক নাম [২০২২]
বাংলাদেশ সহ সারাবিশ্বের মানুষ
ফেসবুক ব্যবহার করে। যোগাযোগের জন্য ফেসবুক একটি জনপ্রিয় মাধ্যম। বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ফেসবুকের গ্রুপ খুলে, ফেসবুক আরো অনেক জনপ্রিয় করে তুলেছে। আবার অনেকে ফেসবুকে গ্রুপ খোলার জন্য আনকম নাম খুজেন কিন্তু পাচ্ছে না। আজ তাদের জন্য নিয়ে এলাম ফেসবুক গ্রুপের সুন্দর রোমান্টিক নাম। আশা করি আপনাদের পছন্দ হবে এই গ্রুপ নাম গুলো।
স্কুল কলেজের শিক্ষার্থীরা মজার একটা নাম দিয়ে গ্রুপ খুলতে চায়, যাতে তারা সব সময় গ্রুপে একসাথে আড্ডা দিতে পারে। কেউ কেউ ফেসবুক গ্রুপ খুলে আড্ডা দেওয়ার জন্য। আবার অনেকে ফেসবুক গ্রুপ খুলে শখ করে। ব্যবসা বা কোনো পন্য অনলাইনে বিক্রি করার জন্য গ্রুপ খুলে থাকে।
যারা ফেসবুকে গ্রুপ খোলার জন্য নাম খুজতেছেন। আজ এই আর্টিকেল টি তাদের জন্য লিখেছি। আপনি যেই কোনো ধরনের গ্রুপ খুলতে চান, সেই ধরনের নাম আমার এই আর্টিকেলে খুজে পাবেন। আশা করি আপনাকে আর কোথাও খুজতে হবে না।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
ফেসবুক গ্রুপের সুন্দর রোমান্টিক নাম
অনেক ফেসবুক ব্যবহার কারি শখ করে গ্রুপ খুলে। আবার অনেকে রোমান্টিক নাম খুজে থাকে গ্রুপ খোলার জন্য। তাদরে জন্য নিচে রোমান্টিক ফেসবুক গ্রুপ নাম দেওয়া হলো।
১. অসমাপ্ত ভালোবাসা,
২. সত্যিকারের ভালোবাসা,
৩. আমি শুধু চেয়েছি তোমায়,
৪. হৃদয়ের বন্ধু,
৫. হারিয়ে যাওয়া ভালোবাসা,
৬. অপেক্ষার প্রহর,
৭. গল্পটা ভালোবাসার,
৮. ভালোবাসা মানুষকে কাদায়,
৯. বন্ধুত্বের বন্ধন,
১০. ছেলে vs মেয়ে,
১১. ভালোবাসার ক্যানভাস,
১২. সীমাহীন ভালোবাসা,
১৩. ভালোবাসা এক্সপ্রেস,
১৪. মায়া জাল,
১৫. কষ্টের জীবন,
১৬. মেয়েদের ভালোবাসা,
১৭. ছেলেদের জীবন,
১৮. অদৃশ্য মায়া।
১৯. বন্ধু মানে হারামী,
২০. বন্ধু মানে কলিজা,
২১. মায়ার বাদন,
২২. প্রেমে পড়েছে মন,
২৩. মনের মানুষ,
২৪. বন্ধুদের ভালোবাসা,
২৫. আসল জীবন,
২৬. ভালোবাসা মানে কষ্ট,
২৭. প্রেমের গল্প,
২৮. প্রেমের আড্ডা,
২৯. প্রেম কাহিনি,
৩০. অবহেলা জীবন,
ফেসবুক গ্রুপের সুন্দর নাম
যারা ফেসবুকে গ্রুপ খোলার জন্য আনকমন নাম খুজতেছেন। তাদের জন্য অসংখ্য নাম দেওয়া হলো নিচে।
১. আলোকিত মানুষ
২. আমরা আছি থাকবো
৩. ssc All students bd
৪. ঢাকার সুন্দরী মেয়েরা
৫. পান্দে পড়িয়া বগা কাদে
৬. ভালোবাসা লোড করা হয়
৭. আসেন, Airtel সিম দিয়া কুত-কুত খেলি
৮. ভাবিয়া খাইয়ো বাঁশ, খাইয়া কাইন্দো না
৯. গল্পটা ভালোবাসার
১০. ভালোবাসা মানুষকে কাদায়
১১. সবাইকে ভালোবাসা দিবো
১২ বেকে মিলি কথা বলি
১৩. আমরা সবাই একাই একশ
১৪. ডেসটিনিতে জয়েন করুন,আর ৫ মিনিটে কোটিপতি হউন¤¤
১৫. আপুরা ওড়না পড়লে, সুন্দর লাগে
১৬. স্ট্যাটাসেই বংশের পরিচয়
১৭. নিশি রাতে বদনা হাতে
১৮. আবাল মার্কা পোলাপান
১৯. আড্ডা দিমু শব একসাথে
২০. বন্ধুত্বের বন্ধন
২১. ছেলে vs মেয়ে
২২. শালি দুলা ভাই
২৩. বিশ্ব সুন্দরী আলকাতরার ডাম
২৪. ভাই বোনের ঝগড়া
২৫. ২৪ ঘন্টা অনলাইন
মজার ফেসবুক গ্রুপ নাম
অনেকে আছেন ফেসবুকে মজা করার জন্য, আড্ডা দেওয়ার জন্য গ্রুপ খুলেন। এমন কি মেয়েদের সাথে কথা বলার জন্য মজার ফেসবুক গ্রুপ খুলতে চান। তাদের জন্য এই সব মজার ফেসবুক গ্রুপ নাম।
১. আজকের ভালোবাসা
২. আমি শুধু তোমাকে চাই
৩. নানা বনম নাতি
৪. ফেলে আসা স্মৃতি
৫. আবল তাবল
৬. ফেসবুক আমাদের
৭. প্রমিক vs প্রেমিকা
৮. ভালোবাসার ক্যানভাস
৯. যৌবনের ভালোবাসা,
১০. নোয়াখালী এক্সপ্রেস
১১. মায়া জাল আর কত
১২. অদৃশ্য মায়াবী
১৩. বন্ধু মানে আড্ডা , বন্ধু মানে মারামারি
১৪. ২ টি মায়ার বাদন
১৫. বন্ধু আমার জান
১৬. তোকে ছাড়া বাঁচতে ছাই
১৭. মনের আগুন
১৮. আমাদের সংসার
১৯. মেয়েদের জান, কই মাছের প্রান
২০. ভালোবাসা দিবস
ফেসবুক গ্রুপের সুন্দর আনকমন নাম
সব জাগায় সুন্দর গ্রুপ নাম খুঁজা খুজি না করে, আমার আর্টিকেলে দেখুন। অনেক ফেসবুক গ্রুপের সুন্দর রোমান্টিক নাম রয়েছে।
১. স্বপ্ন একদিন পূরণ হবে
২. আশা নিয়ে বেঁচে আছি
৩. জীবনের প্রথম ভালোবাসা
৪. রাতের আঁধার
৫. সারারাত আড্ডা দিবো
৬. আমি বন্ধি কারাগারে আছি
৭. নোয়াখালীর স্মার্ট ছেলেরা
৮. বরিশালের মেয়েরা বনাম নোয়াখালীর মেয়েরা
৯. কত দিন পর জড়িয়ে ধরলাম
১০. জান আমার জান
১১. স্বপ্ন বন্ধি কারাগার
১২. মধ্যবিত্তের ভালোবাসা
১৩. আর ভালোবাসা হয় নাহ
১৪. সে কেমন আছে
১৫. পারিনা ভুলতে তোমায়
১৬. আজও স্মৃতিগুলো কাঁদায়
১৭. নেশার কারন
১৮. আবেগ কেনো এমন করে
ফেসবুক গ্রুপের সুন্দর রোমান্টিক নাম
১৯. জিবন্ত লাশেদের গল্প
২০. সরি আজও ভুলতে পারিনি তোমায়
২১. ওই ছেড়ি এমনে তাকাস ক্যান, তোগো ঘরে কি বাপ-ভাই নাই
২২. যা বলার বাংলায় বলবি , হিন্দি কৈইলে থাপ্পর খাবি
২৩. Sir পড়া জিগাইলে চিল্লাইয়া মাথা ফাঁটাইয়া দিমু
২৪. চির কুমার ও চির কুমারী সোসাইটি
২৫. ভালোবাসার ফসল
২৬. পিছনের টেবেলের ছাত্র
২৭. রুপের আগুন
২৮. পরীক্ষা তো ফাটায়া দিসি, কিন্তু নম্বর কেন কম পাইলাম বুঝলাম না
২৯. জীবন একখান বাঁশবাগান, খালি বাঁশ আর বাঁশ
৩০. দোস্ত ১ মিনিট দাড়া ,আমি ২ মিনিটের মধ্যে আইতাছি
৩১. বুঝো নাতো কিছু কাঠাল কে বলো লিচু
৩২. মাইয়া তো পাকিয়া গেছে
৩২. সুন্দরী মেয়েদের জালা বেশি
৩৩. আঙ্কেল আপনের মাইয়াতো ফাটাফাটি, আমার লগে বিয়া দিবেন
অদ্ভুত ফেসবুক গ্রুপ নাম
১. তোমার বুকের মধ্যেখানে
২. প্রমের আগুন সহজে নিবে না
৩. আমি আর তুমি
৪. তোমায় আঁকড়ে ধরবো
৫. ভালোবাসায় কি এমন আছে
৬. হায় প্রেম হায় ভালোবাসা
৭. প্রেমে পড়েছে মন
৮. মনের মানুষ
৯. প্রিয় প্রাক্তন
১০. ভালো থাকুক ভালোবাসা
১১. হৃদয় ভাঙা আর্তনাদ
১২. ব্যর্থ ভালোবাসা
১৩. কলিজা পোড়া
১৪. স্মৃতি কাঁদায়
১৫. রাতের আবেগ
১৬. আই অন কিত্তাম
১৭. মায়াবী আবেগের কথা
১৮. ব্যর্থ প্রমিক
১৯. মায়াবী আবেগের কথা
২০. ব্যর্থ প্রমিক
২১. স্বপ্ন বন্ধি কারাগার
২২. মধ্যবিত্তের প্রেম
২৩. প্রিয় প্রাক্তন
২৪. ভালো থাকুক ভালোবাসা
২৫. কলিজা বুনা করে দিলো ও, বলবে লবন কম হয়েছে
২৬. হৃদয় ভাঙা আর্তনাদ
২৭. আই হেট ইউ
২৮. কলিজা পোড়া
২৯. রাত ১২ টার আড্ডা
৩০. সুন্দর রমনিদের আড্ডা
আনকমন আবেগী ফেসবুক গ্রুপ
যারা ফেসবুকে আনকমন নাম দিয়ে গ্রুপ খুলতে চান, তাদের জন্য এই সব গ্রুপ নাম। এমনকি অনেকে প্রেমে ধোকা খায়, আবার কেউ কষ্টের কারনে আবেগি নাম দিয়ে গ্রুপ খুলতে চায়। তাদের জন্য এই সব আবেগী ফেসবুক গ্রুপ নাম।
১. তোমরা আসি ও নিশি রাতে
২. আমার আর একা একা রাত কাটে না
৩. কিভাবে প্রেম করবো
৪. সুন্দর মেয়েদের পান্দে পড়ো না
৫. ধান্য মরিছের জাল বেশি
৬. XtraOrdinary ছবি,না দেখলে পস্তাবি
৭. আমরা পশ্চিমবঙ্গের সব মানুষ চাই পশ্চিমবঙ্গ বাংলাদেশের অঙ্গরাজ্য হোক
৮. মোরা জাতে মাতাল তালে ঠিক , লাগতে আইলে দিমু Kick
৯. এসএসসি সারা বাংলাদেশ
১০. আমরা সেরা খেলোয়াড়
১১. মেয়েদের মন সরকারি
১২. কিছু আবাল ফেসবুকে আসে, লাইক কমেন্ট করে না
১৩. মরি সখি তোর বগলের গন্ধে
১৪. প্রিয় প্রাক্তন
১৫. ভালো থাকুক ভালোবাসা
১৬. হৃদয় ভাঙা আর্তনাদ
১৭. কলিজা পোড়া
১৮. এসো সবাই আড্ডা দিবো
১৯. সবচেয়ে আলোচিত ফেসবুক গ্রুপের নিয়ম কানুন গুলো
২০. ফেসবুক গ্রুপ রুলস
২১. মায়াবী আবেগের কথা,
২২. Srroy আজও ভুলতে পারিনি তোমায়,
২৩. সেই দিন দেখা হয়েছিলো
২৪. আজ মন বরে তোমায় খাওয়াবো
২৫. এই বাবে আর কত দিন চলবো
ইসলামিক গ্রুপ নাম
আমাদের মাজে অনেকে আছেন ফেসবুকে ইসলামি কথা বার্তা বলতে পছন্দ করেন। এমন কি সবাইর কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে চায়। যাতে সবাই ফেসবুকে খারাপ কিছু না দেখে, ইসলামি বিষয় গুলো দেখে। ইসলামি গ্রুপে অনেকে অনেক কিছু শেয়ার করে ইসলামি বিষয়।
যেমন – কেউ কুরআন তেলোয়াত। আবার কেউ নামাজের নিয়ম। শিক্ষনীয় অনেক কিছু শেয়ার করে থাকে যাতে সবাই সহজে বুজতে পারে। তাই একদল ফেসবুক ব্যবহার কারী আছে তারা ফেসবুকে ইসলামি নাম দিয়ে গ্রুপ খুলতে চায়। তাদের জন্য এই সব ইসলামি গ্রুপ নাম।
১. আল্লাহু আকবার
২. জান্নাতুল ফেরদৌস
৩. জান্নাতের পাখি
৪. আলহামদুলিল্লাহ
৫. জাযাকাল্লাহ খাইরান
৬. শান্তির ধর্ম ইসলাম
৭. আল্লাহর বাণী
৮. আল্লাহর গোলাম
৯. আসসালামু আলাইকুম
১০. আপনার উপর শান্তি বর্সিত হোক
১১. আলোকিত জীবন
১২. মারহাবা
১৩. এসো আল্লার পথে
১৪. কুরআনকে আকড়ে ধরো
১৫. ৫ ওয়াক্ত নামাজ
আরো পড়ুনঃ
*ছেলে ও মেয়েদের রোমান্টিক ফেসবুক আইডির নাম।
*ফেসবুক একাউন্ট ডিলেট করার নিয়ম
১৬. ফজর থেকে এশা
১৭. ঈমানদার মুসলিম
১৮. সুন্দর জীবন
১৯. ইসলামের ইতিহাস
২০. যারা নামাজ পড়ো, তারা এসো
২১. সর্বশেষ কিতাব আল কুরআন
২২. নামাজের গুরুত্বপূর্ণ আলোচনা
২৩. প্রার্থনা কারী
২৪. আদি পিতা
২৫. গুরুজন
২৬. মাশাআল্লাহ
২৭. নামাজ বেহেশতের চাবি
২৮. চার মাজহাব
২৯. বড় চার কিতাব
৩০. আল্লাহ মহান
সামাজিক গ্রুপ নাম
ফেসবুকে সামাজিক বিষয় গুলো তুলে ধরার জন্য অনেকে গ্রুপ খুলে থাকে। এতে সমাজে সকল সমস্যা তুলে ধরা যায়। এতে সমাজের অধিকাংশ মানুষ দেখে। এমনকি সমাজকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য কয়েকটি দল রয়েছে। তারা ও চায় ফেসবুকে সামাজিক একটা গ্রুপ খুলতে।
তাদের জন্য আমার এই সব সামজিক গ্রুপ নাম। আশা করি আপনাদের সামাজিক গ্রুপ নাম গুলো ভালো লাগবে।
১. নোয়াখালী ব্লাড সেন্টার
২. নদোনা নোয়াখালী ক্লিনার
৩. পরিষ্কার পরিচ্ছন্নতা
৪. নামাজের আহবান
৫. সামাজিক নিয়ম কানুন
৬. সমাজের সেবা
৭. দেশকে ভালোবাসা
৮. দেশের প্রতি অনুগত থাকা
৯. এস এস তরুণ সংঘ সংগঠন
১০. এলাকার ফুটবল টিম
১১. মাদ্রাসার ছাত্র
১২. বাজার পরিষ্কার
১৩. সমবায় সমিতি
১৪. আলোর প্রদীপ
১৫. একতায় বল
১৬. একতাই শক্তি
১৭. আমরা সবাই সমাজের সেবা করবো
১৮. সমাজের নিয়ম সৃংস্কৃতি
১৯. সমাজকে এগিয়ে নিবো
২০. ভালোবাসার সংগঠন
২১. ক্রিকেট টিম
২২. মাদক মুক্ত
২৩. সিগারেট মুক্ত আমরা
২৪. দালালি বন্ধ করুন
২৫. নারী নির্যাতন বন্ধ করুন
২৬. এলাকার মা বোনদের সম্মান করুন
২৭. গরীব দুঃখীদের সাহায্য করুন
২৮. মানবতার সংগ্রাম
২৯. ক্ষুদার্থকে খাবার দিন
৩০. এবারের সংগ্রাম
ছেলে মেয়েদের গ্রুপ নাম
১. কছকি পন্নি
২. আমরা পোলাপান
৩. টিউশনির মজার গল্প
৪. আমার দুলাবালি বই, বন্ধুরা তোমরা কই?
৫. বেকার ছেলে
৬. বাবার বড় ছেলে
৭. ঘরের ছোট মেয়েরা, লক্কি হয়
৮. আলু পটল তরকারি, মেয়েদের মন সরকারি
৯. ঠ্যাং ভাইঙ্গা হাতে ঝুলাইয়া দিমু
১০. আমরা শক্তি আমরা বল
১১. ভালবাসার কচকচানি ভাল্লাগে না আর
১২. তোরে নিয়া স্বপ্ন দেখার পরছে ঠ্যাকা কার
১৩. জুতা খুইলা মুজা দিয়া পিডামু
অই ছেড়ি, ওড়না গলায় না দিয়া বুকে দে, কামে দিবো
১৪. বড় আমি হই যত – হয় কার্টুন প্রিয় তত
১৫. দেশি মডেলদের বিদেশি ফটো
১৬. বাবা একদিন আমি ঠিকই প্রমাণ করব, আমি কি জিনিস।
১৬. এই পোলা প্রেম করবি?
১৭. ভাল ছাত্রী হলেই ভালো পাত্রী হওয়া যায়না
১৮. মামণি বেড়ে তো উঠছি বিয়ে করবো কবে
১৯. মাইয়া তরে আমি পছন্দ
২০. করেছিলাম আমারে ভাইয়া ডাকার জন্য না
২১. আজকে থাক, কালকে থেকে
২২. ধুমসে পড়ালেখা শুরু করবো
২৩. আনলিমিটেট আড্ডা
২৪. রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দেব কিন্তু মশারী টানাব না
২৫. এক সময় ভালো STUDENT ছিলাম
২৬. আসুন গনহারে ফেইল করি,সাকসেস এর পিলার গাড়ি।
২৭. গরম যখন চরমে, লাভ কী, করে শরমে? আসুন হই টারজান
২৮. ধনধান্য পুষ্পে ভরা, পুষ্প দিয়ে খাইছি ধরা
২৯. নারী এবং হেডফোনের তার একই জিনিস, প্যাচাইন্না
৩০. মেয়েরা বল, ছেলেরা উত্তর দিবে
৩১. কোল বালিস নিয়ে কে কে ঘুমায়?
৩২. বাংলাদেশর মুটি মেয়েরা, আর ছেলেরা
৩৩. চিকন মেয়েরা বাতাসের সাথে উড়ে
৩৪. মেয়েদের আয়ডা ময়দা
৩৫. এই গ্রুপে ভালোবাসা বিক্রি করা হয়
মেসেঞ্জার গ্রুপের নাম
১. এসো সবাই কথা বলি
২. আমরা সবাই আপন জন
৩. অতীতের কথা বার্তা
৪. ছোট বেলার বন্ধু
৫. বেকে মিলে কথা বলি
৬. নীল ক্যাফের গল্প।
৭. সততা ডেইরি
৮. না বলা কিছু কথা
৯. বিনোদনে আমরা সেরা
১০. মেয়েরা বনম ছেলেরা
১১. দুষ্টু মিষ্টি বন্ধুরা
১২. জেল খানা
১৩. প্রাক্তন বন্ধুরা
১৪. ১০ সালের বন্ধুরা
১৫. রূপকথার আড্ডা
১৬. এসএসসি বেইজ
১৭. দুষ্টু ছেলেদের আড্ডা
১৮. মেয়েদের আড্ডা খানা
১৯. আমরা সবাই হিরো
২০. রাতের কথা
২১. একজোট বন্ধু
২২. স্ত্রী স্বামীর গল্প
২৩. বাবু খাইছো
২৪. রাত ১২ টার আড্ডা
২৫. মজার জোক্স গ্রুপ
২৬. ডেটিং করার গ্রুপ
২৭. চেট করার গ্রুপ
২৮. হাসি আনন্দের গ্রুপ
২৯. ১৮ + ছেলেরা
৩০. শুধু কথা হবে আর মজা হবে
সর্বশেষ কথা
প্রিয় পাঠক আমাদের সর্বশেষ কথা। যদি এই আর্টিকেল আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই কমমেন্ড করে জানাবেন।