ফেসবুক পেইজ ডিলেট করার নিয়ম | ২০২
প্রিয় পাঠক গন সবাই আশা করি ভালো আছো, আমি ও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লিখলাম। আর সেটি হলো ফেসবুক পেইজ ডিলেট করার নিয়ম । ফেসবুক পেইজ খোলাটা যতটা খুব সহজ, কিন্তু ডিলেট করা খুবই কঠিন। তাহলে জেনে নিন ফেসবুক পেইজ একাউন্ট ডিলেট করার পদ্ধতি।
ফেসবুকের নতুন পিচার আফডেট হওয়ার কারণে, ফেসবুক কিছু অন্যরকম মনে হচ্ছে। বর্তমানে আপনার পেইজে কেউ লাইক কমমেন্ট করলে। আপনি নোটিফিকেশন দেখলে, অটোমেটিক Switch now চালু হয়ে যাবে। তখন আপনি ফেসবুক থেকে সরাসরি পেইজে চলে যাবেন। মোট কথা আপনার পেইজটি দেখতে, ফেসবুকের মতোই দেখা যাবে।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
ফেসবুক পেইজ ডিলেট করার নিয়ম
Facebook পেইজ নোটিফিকেশন চেক করলেই অটোমেটিক switch now হয়ে যায়। এতে অনেকে বিরক্ত হয়ে যায়। আবার অনেকে অতিরিক্ত ফেসবুক পেইজ ডিলেট করে দিতে চায়, কিন্তু পারে না।
অনেকে একাধিক ফেসবুক পেইজ ওপেন করে রাখছে, তাই কিছু অতিরিক্ত পেইজ ডিলেট করতে চায় কিন্তু পারে না। তাই তাদের জন্য আমার এই আর্টিকেল। আমার আর্টিকেল অনুযায়ী কনটিনিউ করতে থাকেন, ১০০% আপনি পেইজ ডিলেট করতে পারবেন। তাহলে জেনে নিন ফেসবুক পেইজ ডিলেট করার নিয়ম।
আরো পড়ুনঃ
ফেসবুক একাউন্ট ডিলেট করার নিয়ম
ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম
আনকমন ফেসবুক পেইজের নাম
পেইজ ডিলেট করার নিয়ম
প্রথমে ধাপঃ
আপনি আপনার ফেসবুক ওপেন করুন,সহজে বুঝার জন্য স্কিনসোট দেওয়া হলো।
তারপর আপনার মোবাইলের উপরের ডানপাশে ৩ বাটনে ক্লিক করুন। তারপর আপনি পেইজ লেখা অপশনে ক্লিক করুন। এখন আপনি আপনার সকল পেইজ দেখতে পাবেন।
আপনি যে পেইজটি ডিলেট করতে চান, সেই পেইজটি switch now ক্লিক করুন। ক্লিক করার পর আপনার পেইজটি দেখতে ফেসবুকের মতোই দেখা যাবে।
দ্বিতীয় ধাপঃ
এখন আপনি ফেসবুক পেইজে আছেন, আপনার মোবাইলের উপরের ডান পাশে 3 বাটনে ক্লিক করুন।
তারপর একটু নিচের দিকে গিয়ে setting অপশনে ক্লিক করুন। এরপর স্কিনসোট দেখুন, এমন একটি সেটিং অপশন আসবে।
আপনি উপরের সার্চ খালি ঘরে Delete লিখুন।
delete লিখলেই অটোমেটিক আপনার পেইজের ডিলেট অপশন এবং পেইজের information চলে আসবে। আপনি delete পেইজ লেখায় ক্লিক করুন।
Facebook page delete করার নিয়ম
তৃতীয় ধাপঃ
এখন আপনি আরো ২ টি গুরুত্বপূর্ণ অপশন দেখতে পাবেন।
১. Deactivate page
২. Delete page
আপনি যেহেতু পেইজটি ডিলেট করবেন, সেহেতু Delete page অপশনে ক্লিক করুন। আর আপনি যদি কিছু দিনের জন্য পেইজটি ডিলেট করতে চান, তাহলে Deactivate page ক্লিক করুন।
ফেসবুক পেজ ডিলেট করার পদ্ধতি
চতুর্থ ধাপঃ
delete page ক্লিক করার পর, আপনাকে আরো ৫ টি অপশন দেখাবে। আপনি এখন থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করে, continue করুন।
এখন আপনি আরো কয়েকটি অপশন দেখবেন, আপনি চাইলে ডিলেট করা পেইজটির তথ্য ডাউনলোড করে নিতে পারবেন। এমনকি সেম অন্য পেইজে টানাসফর করতে পারবেন। আর যদি এই গুলো নাই করেন। তাহলে continue অপশনে ক্লিক করুন।
পঞ্চম ধাপঃ
এইবার আপনার ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড দিয়ে continue করুন। আবার continue লেখা আসবে, আবার ক্লিক করুন।
তারপর সর্বশেষে delete page লেখায় ক্লিক করুন। আপনার পেইজটি ডিলেট হয়ে যাবে।
সর্বশেষ কথা
পাঠক বিন্দু তাহলে আশা করি বুঝাতে পারলাম। নতুন নিয়মে ফেসবুক পেজ ডিলেট করার নিয়ম। মনে রাখবেন ফেসবুক পেইজ খোলাটা যতটা সহজ। তারচেয়ে বেশি কঠিন পেইজ ডিলেট করা।
যারে খুব সহজে বুঝবে তাদের কাছে পেইজ ডিলেট করা সহজ। আর যারা বুঝবে না, তাদের কাছে কঠিন মনে হবে। আশা করি আমার আর্টিকেল অনুযায়ী কন্টিনিউ করুন, আপনি সফল হবেন পেইজ ডিলেট করতে।
এই রকম নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের পেইজে লাইক করে, যুক্ত থাকুন।