কম খরচে বিকাশে প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করার নিয়ম
প্রিয় বিকাশ গ্রাহক তোমরা অবশ্যই জানো। বর্তমানে দেশে অনেক মোবাইল ব্যাংকিং রয়েছে, তার মধ্যে বিকাশ মোবাইল ব্যাংকিং অন্যতম। কারণ যত দিন যাচ্ছে ততই বিকাশের লেনদেন বৃদ্ধি পাচ্ছে। এমনকি বিকাশের জনপ্রিয়তা বাড়তেছে। বর্তমান বিকাশে একটি প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে পারবেন, মাত্র ১৪.৯০ টাকায়। তাহলে বিকাশ গ্রাহকরা জেনে নাও, বিকাশে প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করার নিয়ম ।
বিকাশ গ্রাহকদের জন্য, বিকাশ নিয়ে এলো এক বিশাল অফার। এখন থেকে হাজারে ক্যাশ আউট করতে পারবেন, ১৪. ৯০ টাকায়। তাহলে আর দেরি না করে, আপনার নিকট তম কাছের এজেন্ট নাম্বারটি নিয়ে নিন। তারপর আপনার বিকাশে অ্যাপসে ঐ নাম্বারটি প্রিয় বাটনে এড করুন।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
বিকাশে প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করার নিয়ম
ক্যাশ আউট করুন কম খরচে, বিকাশ একটি প্রিয় এজেন্ট নাম্বার থেকে। আপনার নিকট তম, বা আপনার আশে পাশের পরিচিত কারো এজেন্ট নাম্বার থাকলে, যোগ করে নিতে পারেন। আপনি চাইলে সেই এজেন্ট নাম্বার থেকে, যে কোনো সময় খুব কম খরচে ক্যাশ আউট করতে পারবেন।
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করা খুবই সহজ। আপনি আগের মতোই যে ভাবে বিকাশে ক্যাশ আউট করবেন, সেম সেই ভাবেই প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করুন। নিম্নে ছবি সহ বিকাশে প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করার নিয়ম তুলে ধরলাম।
আরো পড়ুনঃ
ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশে প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করুন কম খরচে
আপনি প্রথমে আপনার বিকাশ অ্যাপটি, আফডেট না থাকলে, আফডেট করে নিন।
২. তারপর বিকাশ অ্যাপটি লগইন করুন।
৩. এরপর আপনি ক্যাশ আউট অপশনে ক্লিক করুন।
৪. এখন আপনি দেখতে পাবেন, মাঝখানে লেখা আছে, হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউট করতে চাপুন। ঐ লেখায় ক্লিক করুন।
৫. এই ধাপে, আপনি দেখতে পাবেন, অনেক গুলো লেখা। লেখার শেষে দেওয়া আছে, আপনার কোনো প্রিয় এজেন্ট নাম্বার নেই। আপনি ১ টি প্রিয় এজেন্ট নম্বার যোগ করতে পারবেন। একদম শেষে + চিহ্ন দিয়ে লেখা আছে, যোগ করুন। যোগ করুন এ ক্লিক করুন।
৬. আপনার নিকট তম বা পাশের পরিচিত একটি বিকাশ এজেন্ট নাম্বার উপরের খালি ঘরে দিন। তারপর ডান পাশের চিহ্নটিতে ক্লিক করুন।
৭. এই বার আপনার বিকাশ পিন কোড দিতে বলবে, পিন কোড দিন। পাশের চিহ্নটিতে ক্লিক করুন। আশা করি হয়ে গেছে আপনার বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার।
আপনাকে congratulatinos বিকাশ থেকে একটি sms পাঠাবে।
৮. এরপর আপনি ক্যাশ আউট করতে গেলে, খুব সহজে আপনার প্রিয় এজেন্ট নাম্বারটি দেখতে পাবেন। স্টার চিহ্ন দেওয়া আছে।
এখন ঐ নাম্বারে মাসে ২৫০০০ টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। হাজারে ১৪.৯০ টাকায়।
বিকাশে কম খরচে ক্যাশ আউট করার সহজ নিয়ম
জনাব আগে আপনি, আপনার প্রিয় এজেন্ট নাম্বার সেট করুন, আপনার বিকাশে একাউন্টে। তারপর ক্যাশ আউট করার আগে প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের কত বাকি আছে তা দেখে নিন।
প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের বাকি অংশ আগে ক্যাশ আউট করে নিন। আমি আবারো বলতেছি আপনি সর্বোচ্চ ২৫০০০ টাকা পর্যোন্ত কম খরচে বিকাশে ক্যাশ আউট করতে পারবেন।
*247# ডায়েল করে প্রিয় এজেন্ট নাম্বার এড করার নিয়ম
বিকাশ USSD কোড ডায়েল করে প্রিয় এজেন্ট নাম্বার এড করা যায়। তাহলে জেনে নিন।
১. প্রথম আপনি *247# ডায়েল করুন।
২. তারপর my Baksh,খালি ঘরে 8 নম্বার দিয়ে send করুন।
৩. এখন আপনি priyo numbers, খালি ঘরে 4 নম্বার দিয়ে send করুন।
৪. case out , খালি ঘরে 2 দিয়ে চালিয়ে যান।
৫. add priyo numbers, 1 দিয়ে চালিয়ে যান।
৬. খালি ঘরে আপনি প্রিয় এজেন্ট নাম্বার টি দিয়ে, চালিয়ে যান।
৭. এরপর আপনি আপনার পিন কোড দিয়ে চালিয়ে যাম। আশা করি আপনার প্রিয় এজেন্ট নাম্বারটি যোগ হয়েছে।
আরো পড়ুনঃ
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার বাদ দেওয়ার নিয়ম
(Priyo) প্রিয় এজেন্ট নাম্বার ডিলেট করার নিয়ম খুব সহজ।
মনে রাখবেন, আপনি সর্ব প্রথম যে মাসে প্রিয় এজেন্ট নাম্বারটি যোগ করছেন। ঐ মাসে আপনি প্রিয় এজেন্ট নাম্বারটি বাদ বা ডিলেট করতে পারবেন না। পরের মাসে আপনি প্রিয় এজেন্ট নাম্বারটি বাদ দিতে পারবেন।
আপনি বিকাশ অ্যাপসে ক্যাশ আউট করতে গেলে, আপনার প্রিয় এজেন্ট নাম্বারটি দেখতে পাবেন। প্রিয় এজেন্ট নাম্বারের পাশে, বাদ দেন লেখা আছে। আপনি চাইলে এক মাস পর পর প্রিয় এজেন্ট নাম্বারটি বাদ বা ডিলেট দিতে পারবেন।
প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করার লিমেট
হেলো গ্রাহক আপনি প্রিয় এজেন্ট নাম্বার থেকে, ১.৪৯% চার্জ ক্যাশ আউট করতে পারবেন।
এই ১.৪৯% চার্জ প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে। মানে হাজারে ১৪.৯০ টাকা চার্জ কাটা হবে।
২৫,০০০ টাকা লিমিট অতিক্রম করলে, ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে। আপনার প্রিয় নাম্বারে ২৫ হাজার টাকার বেশি ক্যাশ আউট করলে, ঐ অফার টা থাকবে না। আপনি মাসে ২৫ হাজার টাকা পর্যন্ত কম খরচে ক্যাশ আউট করতে পারবেন।
আপনার ২৫ হাজারের লিমেট শেষ হলে, ক্যাশ আউট চার্জ আগের মতোই কাটবে।
বিকাশে কয়টি প্রিয় এজেন্ট নাম্বার এড করা যায়?
ক্যাশ আউট করার ক্ষেত্রে, ১টি এজেন্ট নাম্বার এড করা যাবে। প্রতি মাসে পরিবর্তন করতে পারবেন।
সেন্ট মানির ক্ষেত্রে ৫ টি প্রিয় নাম্বার যোগ করতে পারবেন।
আরো জানুনঃ
বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম
প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট
priyo এজেন্ট নাম্বার ছাড়া যেকোনো এজেন্ট নাম্বার থেকে অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় মাধ্যমে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।
অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় চ্যানেলের জন্য প্রযোজ্য। অ্যাপ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৭৫% চার্জ আর থাকছে না।
হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউট করুন প্রিয় এজেন্ট নাম্বার থেকে
তাহলে আর দেরি না করে, প্রিয় এজেন্ট নাম্বার এড করে নিন। আর হাজারে ১৪.৯০ টাকায় ক্যাশ আউট করুন।
বিকাশে নিয়ে একবিশাল ক্যাশ আউট অফার। তাহলে আপনাদেরকে বুঝাতে পারলাম, কিভাবে বিকাশে কম খরচে ক্যাশ আউট করার নিয়ম।
সর্বশেষ কথা
BKash হচ্চে ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং একাউন্ট। বর্তমানে বিকাশ একাউন্টের জনপ্রিয়তা অনেক বেশি। আশা করি বুঝাতে পারলাম, বিকাশে কম খরচে ক্যাশ আউট করার নিয়ম।
প্রিয় পাঠক যদি, আমাদের আর্টিকেলটি ভালো লেগে থাকে, তাহলে কমমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে বিকাশে কোনো অফার আসলে, আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।