বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম | ২০২২
প্রিয় গ্রাহক আপনি যদি বিকাশ একাউন্ট ব্যবহার করে থাকুন। তাহলে আপনি খুব সহজে ঘরে বসে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। মানুষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে, মূহুর্তের মধ্যেই খুব অল্প সময়ে যে কোনো কাজ করতে পারে। তেমনি অনলাইনে প্রযুক্তি কাজে লাগিয়ে, যে কোনো জায়গা থেকে বিল পরিশোধ করতে পারবেন। তাই আজ আপনাদেরকে দেখাবো বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম ।
অনেকে বিকাশ একাউন্ট ব্যবহার করে, কিন্তু বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারে না। তাই বিকাশে বিল পরিশোধ করার নিয়ম লিখলাম। আপনি চাইলে ঘরে বসে নিজের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। তাই আপনি যদি বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান। তবে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আর খুব সহজে জেনে নিন কিভাবে BKash পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
ঘন্টায় ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হইতো মানুষদের। পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, ব্যাংকে ব্যাংকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হইতো। অনেক সময় ও লাগতো বিল পরিশোধ করার জন্য। আবার সাপ্তাহিক ছুটি ২ দিন ব্যাংক বন্ধ থাকে। আপনি চাইলে যখন তখন ব্যাংকে বিল পরিশোধ করতে পারবেন না। কিন্তু এখন ঘরে বসে যে কোনো সময় পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। তাই বিকাশ মোবাইল ব্যাংকিং আপনার সুবিধার জন্য, নিয়ে এলো সহজ উপায়।
মোট কথা আপনার পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে এখন আর ব্যাংকে যেতে হবে না। অনন্য মোবাইল একাউন্টের মতোই বিকাশে বিল পরিশোধ করা যায়। বিকাশে বিল পরিশোধ করা খুবই সহজ। দেশের সেরা মোবাইল ব্যাংকিং হচ্ছে। দেশে শুধুমাত্র আপনি বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা যায় খুব সহজে।
বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
যে গ্রাহকরা বিকাশ একাউন্ট ব্যবহার করেন, তাদের জন্য এই পোস্টি। যদি ঘরে বসে আপনি বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে ইচ্ছুক। তাহলে আমার আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনি খুব সহজে বিকাশে একাউন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
যারা বিকাশ একাউন্টে ব্যবহার করেন, আজ আমার আর্টিকেলটি তাদের জন্য। অনেকে ঘরে বসে বিল পরিশোধ করতে চায়। কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারে না। অনেকে চিন্তা করে যদি টাকা কেটে নিয়ে যায়, কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ না হয়। এটা চিন্তা করে অনেকে ঘরে বসে বিল পরিশোধ করে না। অযথা ব্যাংকে চলে যায়। আর দীর্ঘ সময় সিরিয়াল ধরে কষ্ট করে বিদ্যুৎ বিল পরিশোধ করে থাকে।
তাদের ধারনা এখনো দিন আগের মতোই রয়ে গেছে। কিন্তু তারা জানে না, যতদিন যাচ্ছে ততই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। মানুষ এখন ঘরে বসেই মূহুর্তের মধ্যে অনেক কাজ করে পেলে। তেমনি কোনো ঝামেলা ছাড়াই আপনি ঘরে বসে বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিকাশে অ্যাপসের মাধ্যমে খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন
চার্জ ছাড়াই বিদ্যুৎ বিল পরিশোধ
(Bkash) বিকাশে প্রতি মাসে ২ টি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন, কোনো চার্জ ছাড়াই। আপনার বিল যত হবে, ততই কাটবে। কোনো অতিরিক্ত টাকা কাটবে না। চার্জ ছাড়াই বিদ্যুৎ বিল পরিশোধ করুন।
বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ কত?
আবারো বলতেছি, মনে রাখবেন বিকাশে শুধু মাত্র ২ টি বিল পরিশোধ করতে পারবেন ফ্রিতে। ২ টির অধিক পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করলে, তখন আপনার বিলের টাকা অনুযায়ী চার্জ কাটবে। মানে অতিরিক্ত চার্য কাটবে, ১-৪০০ টাকা হলে ৫ টাকা কাটবে। ৪০১ – ১৫০০ হলে ১০ টাকা কাটবে। ১৫০১ থেকে ৫০০০ টাকা হলে ১৫ টাকা কাটবে। ৫০০১ থেকে যত হবে, সেই অনুযায়ী ২৫ টাকা কাটা হবে।
আরো পড়ুনঃ
ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
বিকাশে বিল পরিশোধ করলেই ক্যাশব্যাক বোনাস
দেশের সেরা মোবাইল ব্যাংকিং হচ্ছে BKash । বিকাশে লেনদেন দেশের সব জাগায় জনপ্রিয় হয়ে চলতেছে। প্রিয় গ্রাহক আপনি বিকাশে বিল পরিশোধ করলেই ক্যাশব্যাক পেয়ে যাবেন। বিকাশে মাসের প্রথম ২ টি বিল কোনো চার্জ ছাড়াই পরিশোধ করলে, ক্যাশব্যাক বোনাস পেয়ে যাবেন।
২ টির বেশি বিল পরিশোধ করলে আপনার যেমন চার্জ কাটবে, ঠিক তেমনি বিকাশ আপনাকে দিচ্ছে ক্যাশব্যাক বোনাস। তার মানে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে খুব ভালো লাগবো। এতো সুযোগ দেওয়ার পর কেনো, অযথা ব্যাংকে বিল পরিশোধ করার জন্য যাবেন? বিকাশে আপনি ঘরে বসেই খুব সহজে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করুন।
কেনো বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন?
Bidyud Bill পরিশোধ করার জন্য, ব্যাংকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হইতো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেক কষ্ট করে বিল পরিশোধ করতে হইতো। শুধু বিদ্যুৎ বিল নয়, আরো অনেক বিল পরিশোধ করতে ব্যাংকে ঘন্টায় ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হইতো। যেমন গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল পরিশোধ করতে আমরা বিভিন্ন ব্যাংকের সাহায্য নিতাম।
এই সব কষ্ট দূর করার জন্য, আমাদের পাশে হাজির হলো ব্র্যাক ব্যাংকের বিকাশ ও টেলিটক। এই ব্র্যাক ব্যাংকের বিকাশ দিয়ে, আপনি ঘরে বসে অনেক কিছুর বিল পরিশোধ করতেন পারবেন। তাহলে ঘরে বসেই আপনি বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করুন। আর ব্যাংকে ব্যাংকে যেতে হবে না, এখন ঘরে বসেই বিল পরিশোধ করতে পারবেন।
BKash Apps / বিকাশ অ্যাপস
এই জনপ্রিয় অ্যাপসটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। Bkash apps ( বিকাশ অ্যাপস)। তাহলে শুরু করা যাক বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।
বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের পদ্ধতি
অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। BKash অ্যাপস দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের কিছু ধাপ রয়েছে। আপনি খুব মনোযোগ ভাবে ধাপ গুলো পড়ে কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনি বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। নিম্নে ধাপ গুলো পেশ করলাম।
বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার উপায়
*প্রথম ধাপঃ
শুরুতে আপনি বিকাশ অ্যাপসটি লগইন করে নিন। তারপর আপনি দেখতে পাবেন অনেক গুলো অপশন। more বা (আরো) নামে একটি অপশন আছে সেটায় ক্লিক করুন।
দ্বিতীয় ধাপঃ
এরপর আপনি তার মধ্যে থেকে pay bill ( পে বিল) লেখা আছে সাথে সেটায় ক্লিক করুন।
তৃতীয় ধাপঃ
তারপর আপনি বিল দেওয়ার আরো অনেক গুলো অপশন দেখবেন। তার মধ্যে থেকে Bidyud (বিদ্যুৎ) অপশনে ক্লিক করুন। তারপর একটু নিচের দিকে গিয়ে, বিলের প্রতিষ্ঠানের নামে ক্লিক করুন। পল্লী বিদ্যুৎ নামে দুইটা প্রতিষ্ঠানের নাম আছে, একটা প্রিপেইড, অন্যটা পোস্ট পেইড।
মনে করেন আপনি পোস্ট পেইড বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। তাহলে আপনি Polli Bidyud (postpaid) অপশনে ক্লিক করুন।
চতুর্থ ধাপঃ বিলের মাস সিলেক্ট করুন। মানে আপনি কোন মাসের বিল পরিশোধ করবেন, সেটি দেখে সিলেক্ট করুন। নিচের ঘরে লেখা আছে, এসএমএস একাউন্ট নাম্বার। ঐ ঘরে আপনার বিলের কাগজে লেখা এসএমএস একাউন্ট নাম্বারটি দিবেন।
তারপর একটু নিচে দেখবেন, লেখা আছে ভবিষ্যৎ বিল পেমেন্টের জন্য একাউন্টি সেব করে রাখুন। একাউন্টটি সেব না করলে ও চলবে, আর করে রাখলে ভালো। সেব করলে √ চিহ্নটি দিয়ে নিচে একটি রেপারেন্স নাম দিতে হবে। এরপর নিচে লেখা আছে, পে বিল করতে এগিয়ে যান সেটায় ক্লিক করুন।
বিকাশ অ্যাপে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম ২০২১
পঞ্চম ধাপঃ
এখন আপনি খুব সহজে দেখতে পাবেন, অটোমেটিক আপনার বিলের মাসের নির্দিষ্ট পরিমান টাকা দেখা যায়। মনে রাখবেন আপনার বিলের কাগজে যতটাকা দেওয়া আছে, ঠিক ততই টাকা এখানে অটোমেটিক দেখাবে।
ছবিটি দেখুন আমার আগষ্ট মাসের বিল পরিশোধ করা আছে, তাই Paid লেখা উটে আছে। মানে আমি আগষ্ট মাসের বিল পরিশোধ করে পেলছি। যাই হোক আপনার বিলের কাগজে যত টাকা আছে, সেম একই পরিমান টাকা দেখালে। নিচে লেখা আছে, পরের ধাপে যেতে ট্যাপ করুন।
ষষ্ঠ ধাপঃ
এই বার আপনার বিকাশ পিন নাম্বার দিবেন। নিচে দিকে গিয়ে ট্যাপ করে ধরে রাখুন। আশা করি আপনার বিল পরিশোধ করা হয়ে যাবে। তারপর আপনাকে বিল পরিশোধের একটি নমুনা দেখাবে ট্রানজেকশন আইডি সহ। এমনকি বিল পরিশোধ হওয়ার এসএমএস ও পাঠাবে। এখন থেকে, খুব সহজে মূর্তের মধ্যেই আপনি বিল পরিশোধ করতে পারবেন।
আরো পড়ুনঃ
রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
বিকাশে অ্যাপে বিদ্যুৎ বিল চেক
উপরের নির্দশনা অনুযায়ী আপনি খুব সহজে বিকাশে বিল চেক করে নিতে পারবেন। আপনি কোন মাসের বিল চেক করবেন, সেই অনুযায়ী আপনি মাস সিলেক্ট করুন।
তারপর এসএমএস একাউন্ট নাম্বারটি দিয়ে, পরের ধাপে যাবেন। পরের ধাপে যদি দেখেন Paid লেখা আছে, তাহলে মনে করবেন আপনার বিল পরিশোধ করা আছে।
এই ছবিটি দেখুন, আমার আগষ্ট মাসের বিল পরিশোধ করা আছে। তাই আমি আগষ্ট মাস সিলেক্ট করাতে Paid চলে এসেছে। এমন করে আপনি বিল দেওয়ার পর, যে কোনো মাসের বিল চেক করতে পারবেন।
বিকাশ USSD কোড ডায়েল করে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
অফলাইনে ও পরিশোধ করতে পারবেন। আপনারা বিকাশের ইউএসএসডি *247# কোডটি ডায়েল করে বিকাশে বিল পরিশোধ করতে পারবেন। তাহলে কয়েকটি ধাপ অনুযায়ী কনটিনিউ করুন। আশা করি আপনি বিকাশ কোড *২৪৭# ডায়েল করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
- প্রথমে আপনি *247# ডায়েল করবেন। তার মধ্যে 6 নাম্বারে Pay bill লেখা আছে। নিচে খালি জাগায় 6 দিয়ে send করুন।
* তার মধ্যে 2 নাম্বারে লেখা আছে Electricity (postpaid)। আপনি নিচের খালি ঘরে 2 দিয়ে send করুন।
* এই ধাপে আপনি 1 নাম্বার ঘরে দেখতে পাবেন।Polli bidyud (postpaid) খালি ঘরে 1 দিয়ে send করুন।
* এখন 2 এর ঘরে make payment লেখা আছে। নিচে 2 দিয়ে send করুন
* এইবার 1 এ লেখা আছে input sms account number. নিচে খালি জাগায় 1 দিয়ে send করুন।
* এরপর আপনার বিলের কাগজে থাকা এসএমএস একাউন্ট নাম্বারটি দিয়ে send করুন।
* এই ধাপে আপনার বিলের মাস ও বছর দিবেন। যেমনঃ আগষ্ট মাসের হলে, 082021 এমন করে দিয়ে send করুন।
* এখন খালি ঘরে টাকার সংখ্যা দিবেন। মানে আপনার বিলের কাগজে যতটাকা আছে, ঠিক ততটাকা দিয়ে send করুন।
* এইবার আপনার পিন নিম্বার দিয়ে send করুন।
আশা করি আপনার বিল দেওয়া হয়ে গেছে।
কনপার্ম হওয়ার জন্য, আপনাকে ট্রানজেকশন আইডি সহ এসএমএস করবে। আপনি চাইলে ট্রানজেকশন আইডি সংগ্রহ করে রাখুন।
সর্বশেষ কথা
পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার আগে, আপনার একাউন্ট চেক করে নিবেন। আপনার একাউন্টে যথেষ্ট পরিমান টাকা না থাকলে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন না। আরেকটি কথা যে মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। ঐ মাসের ট্রানজেকশন আইডি এবং তারিখ বিলের কাগজে লিখে রাখবেন।
না লিখলে ও চলবে, তবে লিখে রাখলে ভালো হবে। প্রিয় গ্রাহক আশা করি বুঝাতে পারছি কিভাবে বিকাশে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। তাহলে এখন থেকে ঘরে বসে বিল পরিশোধ করুন। যদি পোস্টি ভালো লাগে, তাহলে কমমেন্ট করে জানাবেন।