২৪ নভেম্বর থেকে মাধ্যমিক বার্ষিক পরীক্ষা শুরু | ২০২১
মাধ্যমিক বার্ষিক পরীক্ষা হবে জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রী। আজ বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি পরিচালক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে (ষষ্ঠ-নবম) শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা হবে।মাধ্যমিক বার্ষিক পরীক্ষা হবে ২৪ নভেম্বর থেকে ।
দীর্ঘ দিন স্কুল প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের লেখা পড়া অনেক পিছিয়ে আছে। যদি ও কয়েক দিন আগে স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর স্কুল কলেজ খুলে দেয় সরকার। কিন্তু শিক্ষার্থীদের কথা ছিন্তা করে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষা হবে বলে জানিয়েছেন। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সব ক্লাসে একই নিয়ম অনুযায়ী বার্ষিক পরীক্ষা হবে বলে জানিয়েছেন ড. সৈয়দ গোলাম ফারুক।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
মাধ্যমিক বার্ষিক পরীক্ষা ২০২১
মাউশি ড. সৈয়দ মো. গোলাম ফারুকের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলেছেন, মাধ্যমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে। এমনকি ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে। আর দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা হবে।
সব ক্লাসে ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী, পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীদের প্রতি কোনো রকম চাপ না পড়ে সেই অনুযায়ী দেড় ঘন্টা করে পরীক্ষা নেওয়া হবে।
মাধ্যমিক বার্ষিক পরীক্ষা কত বিষয় হবে?
বার্ষিক পরীক্ষা হবে মাত্র ৩ বিষয়। দেড় ঘণ্টার পরীক্ষার প্রত্যেক বিষয়ের প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বরের।
মাধ্যমিক বার্ষিক পরীক্ষা কোন কোন বিষয় হবে?
মাত্র তিনটি বিষয় মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। নিম্নে তিনটি বিষয়ের নাম দেওয়া হলো।
১. বাংলা,
২. ইংরেজি
৩. সাধারণ গণিত
মাধ্যমিক শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস
বাংলা, ইংরেজি ও গণিতের যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং শ্রেণিকক্ষে পাঠদান করা হয়েছে- এ অধ্যায়গুলো হচ্ছে শিক্ষার্থীদের সিলেবাস।
মাধ্যমিক বার্ষিক পরীক্ষার প্রশ্নের মান বন্টন
বাংলা বিষয়
(প্রথম ও দ্বিতীয় পত্র) বাংলা বিষয়ের নম্বর হবে ৫০।
(লিখিত ৩৫ + এমসিকিউ ১৫)।
ইংরেজি বিষয়
(প্রথম ও দ্বিতীয় পত্র) ইংরেজি বিষয়ের ৫০ নম্বরের মধ্যে প্রথম পত্রে ৩০ ও দ্বিতীয় পত্রে ২০।
গণিতের বিষয়
গণিতের ৫০ নম্বরের মধ্যে লিখিতে ৩৫ ও এমসিকিউয়ে ১৫।
প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করা হবে।
এছাড়া বার্ষিক পরীক্ষায় ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করা হবে।
মাধ্যমিক বার্ষিক পরীক্ষা কত ঘন্টা হবে?
করোনা সংকটের কারণে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে দেড় ঘন্টা। মানে প্রতি বিষয় ১ ঘন্টা ৩০ মিনিট করে নেওয়া হবে।
আরো পড়ুনঃ
এসএসসি পরীক্ষার রুটিন ২০২১
এইচএসসি পরীক্ষার রুটিন ২০২১
সর্বশেষ কথা
শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় থেকে ড. মাউশি আর ও জানায়, ২০২১ শিক্ষাবর্ষে এ পরীক্ষা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া হবে না। অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। তাহলে জেনে নিন জেএসসি বার্ষিক পরীক্ষা কখন কিভাবে হবে।