ম্যাসেঞ্জারের নতুন সুবিধা | ২০২২ সবাইর জানা উচিত
প্রিয় পাঠক বিন্দু আশা করি ভালো আছো, আমি ও ভালো আছি। বরাবরের মতোই আজ তোমাদের জন্য, একটি নতুন আর্টিকেল নিয়ে লিখলাম। আর সেটি হলো ম্যাসেঞ্জারের নতুন সুবিধা । যত দিন যাচ্ছে ঠিক ততই প্রযুক্তির ব্যবহারের বৃদ্ধি পাচ্ছে। তাহলে জেনে নিন ম্যাসেঞ্জারের নতুন চমক।
বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক এবং ম্যাসেঞ্জার। তাই যত দিন যাচ্ছে, ততই ফেসবুক ম্যাসেঞ্জারের নতুন কিছু এড হচ্ছে। আর ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহারকারিরা উপকৃত হচ্ছে।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
ম্যাসেঞ্জারের নতুন সুবিধা
যারা ম্যাসেঞ্জার ব্যবহার করে, কেবল মাত্র তারাই জানে, ম্যাসেঞ্জারের সুবিধা -অসুবিধা। সব কিছুতে যেমন সুবিধা রয়েছে, তেমনি অসুবিধা ও রয়েছে।
যেমন মনে করুন, আপনি আপনার প্রিয়জনের সাথে ম্যাসেঞ্জারে কথা বলতছেন, অথবা চেট করতেছেন। ঠিক তখনই কিছু পরিচিতি মানুষ আপনাকে কল বা এসএমএস দিয়ে বিরক্ত করতেছে।
আপনি তাকে কিছু বলতে ও পারছেন না, আবার ব্লক ও করতে পারছেন না। কারণ মানুষটি আপনার পরিচিত। কিন্তু ব্লক না করেই, আপনি তার বিরক্তিকর কল বা এসএমএস থেকে বাঁচতে পারবেন।
ম্যাসেঞ্জারের নতুন সুবিধা
ফেসবুক massenger ব্যবহার কারির সুবিধার জন্য, block অপশন ছাড়া ও নতুন একটি অপশন চালু করা হয়েছে। অনেকে ম্যাসেঞ্জারের নতুন অশনের কথা জানে না। তাই যারা জানে না, তাদের জন্য আমার এই আর্টিকেলটি।
ম্যাসেঞ্জারের নতুন অপশনটি হচ্ছে Restrict। আপনার পরিচিত যারা আপনাকে কল বা এসএমএস দিয়ে বিরক্ত করে, আপনি চাইলে তাদেরকে Restrict করে রাখতে পারবেন। আপনি যে তাকে Restrict করে রাখছেন, সেই কিছুতে বুঝতে পারবে না।
আরো পড়ুনঃ
১| ফেসবুক প্রোটেক্ট চালু করার নিয়ম ২০২২ | ফেসবুক প্রোটেক্ট কি?
২| ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ন | ফেক আইডি নষ্ট করুন
৩| ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে যা করতে হবে
৪| ফেসবুক আইডি ডিলেট করার নিয়ম | ২০২২
ম্যাসেঞ্জারের নতুন আফডেট
তবে মনে রাখবেন তার বিরক্তকর কল বা এসএমএস আসবে, একটি অপশনে জমা হয়ে থাকবে। আপনাকে সরাসরি দেখাবে না, আর বিরক্ত ও করবে না। আপনি চাইলে, তাকে আবার Restrict অপশন থেকে বাদ দিতে পারবেন। তাহলে জেনে নিন ম্যাসেঞ্জারে Restrict করার নিয়ম।
Restrict করার নিয়ম
প্রথমে আপনি আপনার ম্যাসেঞ্জার প্রবেশ করুন। তারপর আপনার পরিচিত, যে আপনাকে বিরক্ত করছে, তার ম্যাসেঞ্জার নামে ক্লিক করুন। ক্লিক করার পর উপরের দিকে দেখুন, একটা আই অপশন রয়েছে, সেটিতে ক্লিক করুন।
তারপর নিচের দিকে গিয়ে দেখুন Restrict নামে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করুন। এখন আপনার পরিচিত বিরক্তিকর লোকটি Restrict হয়ে গেছি। সেই আপনাকে এখন যতই কল বা এসএমএস দিবে, আপনি বিরক্ত হবেন না।
আপনি যে তাকে Restrict অপশনে রাখছেন, সেই কোনো রকমেই বুঝতে পারবে না। রিএসট্রেক ওকে করুন।
Restrict করা ব্যাক্তির কল বা এসএমএস দেখার নিয়ম
সেই আপনাকে যে এসএমএস গুলো করছে, আপনি চাইলে সেই গুলো দেখতে পারবেন। তার এসএমএস দেখার জন্য, আপনার ম্যাসেঞ্জারের প্রোফাইলে যে ছবিটি দেওয়া আছে, সেইটিতে ক্লিক করুন।
ক্লিক করার পর একটু নিচের দিকে গিয়ে দেখুন Privacy নামে একটি অপশন রয়েছে, সেইটিতে ক্লিক করুন।
এখন দেখুন তিন নাম্বার লাইনে লেখা আছে, Restricted accounts এটাতে ক্লিক করুন। এখন আপনি যাকে Restrict করছেন তার ম্যাসেঞ্জার একাউন্ট নাম দেখাবে, নামে ক্লিক করে আপনি তার কল বা এসএমএস গুলো দেখতে পারবেন।
Unrestrict করার নিয়ম
আপনি চাইলে তাকে আবার আগের জাগায় নিয়ে যেতে পারেন। তার সাথে ভালো বন্ধুত্ব হলে বা প্রিয়জন হলে, তাকে আপনি Unrestrict করে দিতে পারবেন। তাহলে তার কল বা এসএমএস আপনি সরাসরি দেখতে পারবেন।
Unrestrict করার জন্য নিচে লক্ষ করুন। unrestrict লেখা আছে, সেইটিতে ক্লিক করুন। সেই আবার আগের মতো হয়ে গেলো। তার কল বা এসএমএস আপনি দেখতে পারবেন, রিপ্লাই ও করতে পারবেন।
সর্বশেষ কথা
এই ম্যাসেঞ্জারের নতুন পিচারটি আমার খুব ভালো লাগলো। আশা করি আপনাদের ও ভালো লাগবে। মজার বিষয়টি হলো, আপনি যে তাকে Restrict করছেন সেই জানতে পারবে না।
Restrict পিচারটি দেখতে ব্লকের মতো হলেও, Block এর মতোই না। এই রকম নতুন আপডেট কিছু পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।