রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম | ২০২২
যত দিন যাচ্ছে ততই প্রযুক্তির বৃদ্ধির ব্যবহার বাড়ছে। মানুষ প্রযুক্তিকে কাজে লাগিয়ে, মূহুর্তের মধ্যেই খুব অল্প সময়ে যে কোনো কাজ করতে পারে। তেমনি অনলাইনে প্রযুক্তি কাজে লাগিয়ে যে কোনো জায়গা থেকে বিল পরিশোধ করতে পারবেন। তাই আজ আপনাদেরকে দেখাবো রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম ।
আপনি ছাইলে ঘরে বসে নিজের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। তাই আপনি যদি রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান। তবে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আর খুব সহজে জেনে নিন কিভাবে রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
মানুষ পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, ব্যাংকে ব্যাংকে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হইতো। অনেক সময় ও লাগতো বিল পরিশোধ করার জন্য। আবার দেখা যায় বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, নির্দিষ্ট পরিমান টাকা নিয়ে ব্যাংকে আসা লাগতো। অর্থ্যাৎ আপনার বিদ্যুৎ বিল যত টাকা এসেছে, ঠিক ততই টাকাই পরিমান নিয়ে যেতে হইতো। বড় টাকার নোট নিলে, তারা বিল পরিশোধ গ্রহন করে না।
মোট কথা আপনার পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে এখন আর ব্যাংকে যেতে হবে না। অনন্য মোবাইল একাউন্টের মতোই রকেটে বিল পরিশোধ করা যায়। রকেটে বিল পরিশোধ করা খুবই সহজ।
রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম
দেশে অনেক গ্রাহক আছে রকেটের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে চায়। কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছে না। তাই আজ আমি সেই লোকদের জন্য, বিল পরিশোধ করার পদ্ধতি নিয়ে আর্টিকেলটি লিখলাম।
আমি এই আর্টিকেলে খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়মটি লিখছি। রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করা খুবই সহজ। আর আপনি খুব তাড়াতাড়ি বিল পরিশোধ করতে পারবেন, রকেট অ্যাপসের মাধ্যমে। তাই আর দেরি না করে রকেট অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।
Rocket Apss / রকেট অ্যাপস
রকেট অ্যাপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন Rocket apps ( রকেট অ্যাপস)। তাহলে শুরু করা যাক রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।
আরো পড়ুনঃ
রকেট একাউন্ট খোলার নিয়ম
রকেট দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের পদ্ধতি
Rocket অ্যাপস দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের কিছু ধাপ রয়েছে। আপনি খুব মনোযোগ ভাবে ধাপ গুলো পড়ে কন্টিনিউ করতে থাকুন। আশা করি আপনি রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। নিম্নে ধাপ গুলো পেশ করলাম।
১ম ধাপঃ
আপনি সর্বপ্রথম আপনার রকেট অ্যাপস টি ওপেন করুন। লগইন করার সময় হয়তো, রকেট অফিস থেকে একটি কম্পিউটারের মাধ্যমে একটি কল আসতে পারে। কলটি রিসিভ করলে আপনাকে বলবে আপনার নাম্বার অনুযায়ী একটি রকেট একাউন্ট লগইন করা হচ্ছে, লগইন করতে চাইলে পিন নাম্বার চাপুন, আর না করতে চাইলে কলটি বাতিল করুন।
পিন নাম্বার চাপলে, অটোমেটিক নাম্বার এবং পিন দেওয়ার অপশন আসবে। তারপর আপনার মোবাইল নাম্বার এবং পিন নাম্বার লিখে লগইন করুন।
২য় ধাপঃ
লগইন করার পর আপনি অনেক গুলো অপশন দেখতে পারবেন। অপশন গুলো থেকে Bill pay অপশনে ক্লিক করুন।
আপনি দেখতে পারবেন অনেক ধরনের বিল পরিশোধ করার নাম রয়েছে। আপনি চাইলে নাম গুলো থেকে ইংরেজিতে লেখা Palli Bidyut লেখা নামটি খুজে নিতে পারেন।
আর না হয় উপরে সার্চ বক্সে আপনি Palli লিখলে পল্লী বিদ্যুৎ নামক অপশন চলে আসবে।
৩য় ধাপঃ
ইংরেজিতে লেখা Palli Bidyut আসলে, ক্লিক করুন। এরপর আপনার নিজের বিলের কাগজের এসএমএস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। বিলের মাস দিতে হবে। বিলের পরিশোধ কোন বছর তা দিতে হবে। অর্থ্যাৎ ঘর ঘুলো পূরন করতে হবে।
তারপর আপনার নিজের বিলের জন্য Self এবং অন্য কারো বিলের জন্য other সিলেক্ট করুন। অন্যদের বিল পরিশোধ করার জন্য, একটা নাম্বার দিতে হবে। যাইহোক ওকে ক্লিক করলে, আপনাকে অটোমেটিক বিলের মাসের টাকা টাকা দেখাবে। তারপর ওকে দিয়ে next এ ক্লিক করুন। তারপর আপনার পিন নাম্বার দিয়ে টেপ করে ধরে রাখুন।
আশা করি আপনার রকেটে বিদ্যুৎ বিল দেওয়া সম্পন্ন হয়ে গেলে। ঠিক একটু পরেই একটি সাকসেসফুল মেসেজ আপনারা মোবাইলে আসবে।
রকেটে মোবাইলে রিচার্জ করার নিয়ম
Rocket অ্যাস দিয়ে আপনি খুব সহজে মোবাইল রিচার্জ করতে পারবেন। উপরের নিয়ম অনুযায়ী আপনি রকেট অ্যাপস লগইন করলে। আপনি দেখতে পাবেন Mobile Recharge অপশন। মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করুন।
তারপর আপনার নাম্বার দিন, আপনার সিম কোন অপারেটর, সেটা সিলেক্ট করুন। তারপর SUBMIT এ ক্লিক করুন।
এরপর আপনি চাইলে নিজের ইচ্ছে মতো রিচার্জ অপার গুলো নিতে পারবেন। আপনাকে রিচার্জ অপার বয়েজ অফার, মিনিট ভান্ডেল এবং ইন্টারনেট অফার দেখাবে। নির্দিষ্ট পরিমান টাকার সংখ্যা দিয়ে সাবমিট করুন। পিন নাম্বার দিয়ে টেব করে ধরে রাখুন। আপনার মোবাইলে রিচার্জ হয় যাবে। আপনি চাইলে *322# রকেট ইউএসএসডি কোড ডায়েল করে রিচার্জ করতে পারবেন।
সর্বশেষ কথা
মূলত রকেট হচ্ছে ডাচ্ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং একটি নাম। দেশের সেরা রকেট টাকার রকেট।
প্রিয় গ্রাহক আপনাকে আশা করি বুঝাতে পারছি। কিভাবে রকেটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। তাহলে ঘরে বসে রকেটের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করুন। ভালো লাগলে কমমেন্ড করে জানাবেন।