সপ্তম শ্রেণির ১৭ তম সাপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর | ২০২১
প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম, ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান। দেশের অনেক শিক্ষার্থী গুগলে বা ইউটুবে বাংলা এ্যাসাইনমেন্ট সমাধান খুঁজে থাকে। আজ আমার আর্টিকেলটি তাদের জন্য। যারা ৭ম শ্রেণিতে পড়া লেখা করে শুধু তাদের জন্য এই এ্যাসাইনমেন্টি। তাহলে জেনে নিন সপ্তম শ্রেণির ১৭ তম সাপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর ।
৭ম শ্রেণির ১৭তম সাপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে অনেকে চিন্তিত থাকে। অনেকে সারাদিন গুগলে খুঁজে থাকে বাংলার সমাধান। কিন্তু সঠিক নিয়মে খুজে পায় না বাংলার সমাধান। চিন্তার কোনো কারণ নাই। আজ আমি ৭ম শ্রেণির ১৭ তম সাপ্তাহের বাংলা অ্যাসাইমেন্ট সঠিক নিয়ম লিখলাম।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
নবম শ্রেণির ১৭ তম সাপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট
প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা অবগত আছো যে, মাত্র কিছু দিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে সকল ধরনের স্কুল প্রতিষ্ঠান খোলা হয়েছে। কিন্তু প্রতিদিন ক্লাস হবে না। যারা এসএসসি এবং এইচএসসিতে আছে, মানে যারা ২০২১ এবং ২০২২ সালের পরীক্ষার্থী। তাদের সাপ্তাহের ৬ দিন ক্লাস হবে। বাকিদের ১ দিন অথবা ২ দিন করে ক্লাস হবে।
সেই অনুযায়ী সব ক্লাসে এ্যাসাইনমেন্ট চলতে থাকবে। তাই এ্যাসাইনমেন্টের প্রতি গুরুত্ব দিতে হবে। মনোযোগ সহ কারে বাংলা এ্যাসাইনমেন্ট লিখতে হবে। বাষির্ক পরীক্ষার জন্য সুন্দর করে লিখতে হবে।
তাহলে শুরু করা যাক ১৭ তম সাপ্তাহের বাংলা এ্যাসাইনমেন্টের সমাধান সপ্তম শ্রেণির।
আরো পড়ুনঃ
হাতের লেখা সুন্দর করার নিয়ম
সপ্তম শ্রেণির ১৭ সাপ্তাহের বাংলা এ্যাসাইনমেন্ট
৭ম শ্রেণির ১৭তম সাপ্তারে বাংলা এ্যাসাইমেন্টের প্রশ্ন। নিম্নে দেওয়া হলো।
Class Seven 17th Week Assignment Bangla
অনেক ছাত্র ছাত্রী প্রশ্ন না পড়ে গুগল ইউটুবে এসাইনমেন্ট উত্তর খুজে থাকে। এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। প্রশ্ন পড়েই সুন্দর করে উত্তর লিখতে হবে। এসাইনমেন্ট প্রশ্নের কাঠামো গত মান নিম্ন তুলে ধরা হলো। যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে।
শ্রেণি: সপ্তম; বিষয়: বাংলা; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
অধ্যায়ের শিরােনাম: ব্যাকরণ।
অ্যাসাইনমেন্ট:
প্রদত্ত ছকটি যথাযথভাবে পূরণ করঃ-
শিখনফল/বিষয়বস্তু: সন্ধি।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. সন্ধির নাম (স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি)
খ. নিয়ম (পূর্ণ/ সংক্ষিপ্ত) দুটোই গ্রহণযােগ্য হবে)।
গ. ৩০টি তথ্য লিখতে হবে।
৭ম শ্রেণির ১৭ সাপ্তাহের বাংলা এসাইনমেন্ট উত্তর
বাংলা এসাইনমেন্ট প্রশ্নের উত্তর শুরু
প্রদত্ত শব্দ | সন্ধি বিশ্লেষণ | সন্ধির নাম | নিয়ম/সূত্র |
নবান্ন | নব+অন্ন | স্বরসন্ধি | অ+অ মিলে আ হয়েছে। |
শীতার্ত | শীত+ঋত | স্বরসন্ধি | অ+ ঋ উভয় মিলে আর হয়েছে। |
ণিজন্ত | নিচ্+অন্ত | ব্যঞ্জন সন্ধি | ব্যঞ্জন ধ্বনি + স্বরধ্বনি হয়েছে। |
উচ্চারণ | উৎ+ চারণ | ব্যঞ্জন সন্ধি | ত এর পর চ থাকলে ত’ এর স্থলে চ্ হয়। |
সন্ধি | সম্+ধি | ব্যঞ্জন সন্ধি | ম এর স্থানে ন হয়েছে। |
বৃষ্টি | বৃষ+তি | ব্যঞ্জন সন্ধি | ষ এর পর ত থাকলে ত’ এর স্থানে ট হবে। |
প্রচ্ছদ | প্র+ছদ | ব্যঞ্জন সন্ধি | অ+চ চ্ছ হয়েছে। |
উন্নত | উৎ+ নত | ব্যঞ্জন সন্ধি | ত+ ন মিলে ন্ন হয়েছে। |
রাজ্ঞী | রাজ + নী | ব্যঞ্জন সন্ধি | জ এর পর নাসিক্য ধ্বনি তালব্য হয়েছে। |
ষষ্ঠ | ষষ্+ থ | ব্যঞ্জন সন্ধি | ষ এর পরে থ থাকলে থ এর স্থলে ঠ হয়। |
বাংলা এসাইনমেন্ট ১৭ সাপ্তাহের ৭ম শ্রেণির
শিক্ষার্থীদের সুবিধার জন্য নিচের ছবিতে উত্তর দেওয়া হলো। তাহলে জেনে নিন সপ্তম শ্রেণির ১৭ তম সাপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ।
আরো পড়ুনঃ
সপ্তম শ্রেণির ১৬তম সাপ্তাহের ইংরেজি এসাইনমেন্ট
নবম শ্রেণির ১৬তম সাপ্তাহের বাংলা এসাইনমেন্ট
সর্বশেষ কথা
প্রিয় পাঠক তাহলে আপনাদের বুঝাতে পারলাম বাংলা এসাইনমেন্ট উত্তর। চেষ্টা করবো আপনাদেরকে সব ক্লাসের এসাইনমেন্ট উত্তর দেওয়ার জন্য। যদি কোনো ক্লাসের উত্তর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমমেন্ট করে জানাবেন।