দরজায় স্মার্ট লক ব্যবহার করবেন কেন?
আপনি যখন একটি বাড়ি করবেন তখন আপনি ঠিক কোন দিকটি বিবেচনা করবেন? নিশ্চয়ই নিরাপত্তার কথাই আগে ভাববেন। সবদিক থেকে জীবনের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, এবং প্রাইভেসির নিরাপত্তা ইত্যাদি। বাংলাদেশের বাজারে বিভিন্ন ধরনের ডোর লক পাওয়া যায়। প্রত্যেক ধরনের দরজার তালার দাম একই রকমের হয় না। অটোমেটিক দরজা খোলার তালার দাম অন্যান্য লকের চেয়ে তুলনামূলকভাবে কিছুটা বেশি…