চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি | ২০২৫
প্রিয় পাঠক সবাইকে (বাংলা ব্লগার ডট কম) ওয়েবসাইটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি। তাহলে জেনে নাও চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি আর খেলা দেখে উপভোগ করো।
আইসিসি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণ যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা আয়োজিত। বিশ্বের ৮টি শীর্ষস্থানীয় পুরুষদের জাতীয় দলের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এর একটি ক্রিকেট টুর্নামেন্ট।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি ২০২৫
ক্রিকেট খেলা এবং দেখার মানুষ গুলোই বলতে পারবে, ক্রিকেট খেলা দেখার আনন্দ কত মজা। আর চ্যাম্পিয়ন্স ট্রফি মানে তো অন্য কিছু, মনে হচ্ছে সবদেশের রাজা।
বিশ্বের সেরা ৮ টি দেশের লড়াই হবে আগামী ১৯ শে ফেব্রুয়ারী থেকে। ক্রিকেট ফ্রেমিদের মনে জল্পনা কল্পনা কোন দেশে হতে পারে বিশ্বের চ্যাম্পিয়ন্স। তাহলে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি এবং বিস্তারিত সব কিছু।
চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট কখন শুরু হবে
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট খেলা শুরু হবে আগামী ১৯ শে ফেব্রুয়ারী। মোটকথা – ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত খেলা হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি যে দেশে হবে
খেলা প্রিয় পাঠক বিন্দুরা তোমরা ভালোই করে জানো আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট খেলা হবে পাকিস্তান দেশে। আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে ১৯ ফেব্রুয়ারি থেকে ০৯ মার্চ পর্যন্ত। খেলা হবে পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও দুবাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো।
ইন্ডিয়া দেশের খেলা গুলো ব্যাতিত, অন্য সব দেশের খেলা পাকিস্তানে হবে। কিন্তু ইন্ডিয়া দেশের খেলা গুলো হবে সংযুক্ত আরব আমিরাতে ( দুবাই)। করণ তোমার আগের থেকে ভালো করে জানো( পাকিস্তান – ইন্ডিয়া) দেশ গুলোর মধ্যে ভালো কোনো সম্পর্ক নাই। এক দেশের খেলোয়াড় অন্য দেশে যাবে না।
তাই আইসিসি দুই দেশের সুবিধা অনুযায়ী ইন্ডিয়ার খেলা গুলো আরব আমিরাত (দুবাই) দেওয়ার সিদ্ধান্ত নেয়।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল এবং গ্রুপ
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই গ্রুপে আছে ৪ টি করে দল।
| গ্রুপ এ | গ্রুপ বি |
| ভারত | দক্ষিণ আফ্রিকা |
| নিউজিল্যান্ড | অস্ট্রেলিয়া |
| পাকিস্তান | আফগানিস্তান |
| বাংলাদেশ | ইংল্যান্ড |
একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়সূচি | ২০২৫
| তারিখ | দেশ | সময় | ভেন্যু |
| ১৯ ফেব্রুয়ারী | পাকিস্তান বনাম নিউজল্যান্ড | বিকাল ৩ টা | করাচি |
| ২০ ফেব্রুয়ারী | বাংলাদেশ বনাম ভারত | বিকাল ৩ টা | দুবাই |
| ২১ ফেব্রুয়ারী | আফগানিস্তান বনাম দ. আফ্রিকা | বিকাল ৩ টা | করাচি |
| ২২ ফেব্রুয়ারী | অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড | বিকাল ৩ টা | লাহোর |
| ২৩ ফেব্রুয়ারী | পাকিস্তান বনাম ভারত | বিকাল ৩ টা | দুবাই |
| ২৪ ফেব্রুয়ারী | বাংলাদেশ বনাম নিউজল্যান্ড | বিকাল ৩ টা | রাওয়ালপিন্ডি |
| ২৫ ফেব্রুয়ারী | অস্ট্রেলিয়া বনাম দক্ষিন আফ্রিকা | বিকাল ৩ টা | রাওয়ালপিন্ডি |
| ২৬ ফেব্রুয়ারী | আফগানিস্তান বনাম ইংল্যান্ড | বিকাল ৩ টা | লাহোর |
| ২৭ ফেব্রুয়ারী | পাকিস্তান বনাম বাংলাদেশ | বিকাল ৩ টা | রাওয়ালপিন্ডি |
| ২৮ ফেব্রুয়ারী | আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া | বিকাল ৩ টা | লাহোর |
| ১ মার্চ | দক্ষিন আফ্রিকা বনাম ইংল্যান্ড | বিকাল ৩ টা | করাচি |
| ২ মার্চ | নিউজিল্যান্ড বনাম ভারত | বিকাল ৩ টা | দুবাই |
| ৪ মার্চ | প্রথম সেমিফাইনাল | বিকাল ৩ টা | দুবাই |
| ৫ মার্চ | দ্বিতীয় সেমিফাইনাল | বিকাল ৩ টা | লাহোর |
| ৯ মার্চ | ফাইনাল | বিকাল ৩ টা | লাহোর / দুবাই |
ICC champions trophy 2025
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরে আসবে, যা ক্রিকেটের সবচেয়ে prestiged ওয়ানডে টুর্নামেন্টগুলোর মধ্যে একটি। এটি আটটি শীর্ষ দেশ নিয়ে অনুষ্ঠিত হবে এবং ৫০ ওভারের ক্রিকেটে টুর্নামেন্টের জয়ী দলকে বিশ্বের সেরা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনা ক্রিকেট প্রেমীদের জন্য অপূর্ব এক অভিজ্ঞতা হবে।
প্রিয় পাঠক চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট খেলার আরো নতুন আফডেট কিছু জানতে, আমাদের ওয়েবসাইটে বিজিট করুন।