কলেজ ভর্তি আবেদন শুরু ৯ আগষ্ট থেকে
২০২০-২০২১ শিক্ষাবর্ষে কলেজ (একাদশ) শ্রেণির ভর্তি আবেদন আগামী ৯ আগষ্ট থেকে শুরু হবে এবং কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ বিকালে অনলাইনে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চলতি সপ্তাহের মধ্যেই আবেদনের বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান,ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন অর-রশিদ।
ড. হারুন অর-রশিদ আরো জানান, এই বছর শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে না।
একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০ টি কলেজে পছন্দক্রম দিতে পারবে।আবেদনের পছন্দ ক্রম অনুযায়ী কোন কলেজে ভর্তি হতে পারবে সেটি নির্ধারণ করবে আন্ত শিক্ষা-বোর্ড।কলেজ ভর্তি আবেদন শুরু ৯ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এসএসসি বা সমমানের ফলাফলের উপর ভিত্তি করে কলেজ নির্বাচন করা হবে।
অন্যান্য বছর কলেজ ভর্তি আরো আগে শেষ হয়ে জুলাই মাসের শুরুর দিকে ক্লাস আরম্ভ হলেও এই বছর করোনা ভাইরাসের কারনে তা বিলম্বিত হয়েছে।
চলতি বছর এসএসসি ও সমমান পরিক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ৩১ শে মে। এই বছর ৯ টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। যাদের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
কলেজ (একাদশে) ভর্তি বিষয়ক সকল তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইট, http://www.xiclassadmission.gov.bd তে পাওয়া যাবে।